কানপুরে আড়াই দিনের বাংলাদেশকে বিপর্যস্ত করে জয়লাভ করে ভারত। বোলাররা জয়ের ভিত গড়ে দিয়েছিলেন আর ব্যাটাররা আগ্রাসী ব্যাটিংয়ে জয় নিশ্চিত করেন। জয়ের পর ভারতের খেলার ধরনকে ‘বাজবলের’ সঙ্গে মিলিয়ে অনেকে তার নাম দিয়ে দিয়েছিলেন ‘গাম বল’ ।এই নিয়েই সুনীল গাভাস্কারের যত আপত্তি। কানপুরে জয়ের পর যারা গম্ভীরের প্রশংসা করেছেন তাদের কে গাভাস্কার ‘পা চাটা ‘বলে তীব্র অপমান করেছেন। তার মতে এই মনোভাব সব সময় কার্যকরী হয় না, একটা দুটো ম্যাচে এটা চমক হতে পারে। পথটা কিন্তু রহিত দেখিয়েছিল এখানে গম্ভীরের কৃতিত্ব নেই। গাভাস্কারের দাবি গম্ভীর নিজেই তেমন অগ্রসী ক্রিকেট খেলতেন না। ম্যাককালামের তত্ত্বাবধানে ইংল্যান্ডের ব্যাটিং আমূল বদলে যায়। গত দুবছর রোহিত এরকম ভয়ডরহীন ক্রিকেট খেলছে এবং অন্যদের খেলতে উদ্বুদ্ধ করছে। গম্ভীর মাত্র দু মাস এই দলটার কোচিং করাচ্ছে। প্রশংসা যদি করতে হয় তাহলে রোহিতের করা উচিত গম্ভীরের নয়। তার মতে নাম যদি দিতে হয় তাহলে রোহিতের সাথে নাম মিলিয়ে কোন নাম ঠিক করা উচিত। প্রসঙ্গত টেস্টের পর কিন্তু টি-টোয়েন্টি সিরিজও ভারতীয় দল নিজেদের দাপট অব্যাহত রেখেছে এরপর ৪৯ বল বাকি থাকতে প্রথম ম্যাচ হারিয়েছে বাংলাদেশকে। এই দাপট বজায় থাকে কিনা এখন সেটাই দেখার বিষয়।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post