শনিবার মানেই উইকেন্ড। সারা সপ্তাহের কাজ শেষে ছুটির পালা। এবার এই শনিবার ২৫ মে ষষ্ঠ দফায় হাইভোল্টেজ লড়াই রয়েছে রাজ্যের বিশেষ কিছু কেন্দ্রে। মহা ধামাকা হতে চলেছে বঙ্গভূমিতে। বাংলার ৮ আসনে ভোটগ্রহণ। এই দিনই ভাগ্যপরীক্ষায় বসছেন হেভিওয়েট তারকারা যাদের মধ্যে রয়েছে রাজনীতির মঞ্চে বহু চর্চিত ব্যক্তিত্ব এবং সিনে জগতের তারকারা। ষষ্ঠ দফায় বাংলার ঘাটাল, তমলুক, কাঁথি, পুরুলিয়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বিষ্ণুপুরে ভোট হবে। এবছর অন্যতম বহু চর্চিত কেন্দ্র ঘাটাল। গত ২ বারের সাংসদ দেব তৃতীয়বার ভোট যুদ্ধে।
তাঁকে টেক্কা দিতে ঘাটালে পদ্ম প্রতীকে লড়ছেন টলিপাড়ার আরও এক অভিনেতা হিরণ। তিনিও ধীরে ধীরে রাজনীতিতে দেবের মতনই মুক্ত হয়ে উঠছেন। ঘাটালের পাশেই রয়েছে পশ্চিম মেদিনীপুরের আরো একটি হাইভোল্টেজ লোকসভা কেন্দ্র হল মেদিনীপুর। ২০১৯ সালে এই কেন্দ্রে পদ্মফুল ফুটিয়েছিলেন দিলীপ ঘোষ। এবার সেখানে বিজেপির হয়ে লড়ছেন অগ্নিমিত্রা পাল। তার বিরুদ্ধে লড়াই করছেন টলিউডের পরিচিত মুখ তথা বিধায়ক জুন মালিয়া। রাজনীতিতে অগ্নিমিত্রা পালের মতনই দক্ষ তিনি। মেদিনীপুরে দুই সেলেব প্রার্থীর জমজমাট লড়াইয়ে জিৎ কার হবে, তার নানা হিসেব নিকেশ চলছে।
এরপর আসি পূর্ব মেদিনীপুরে। রাজ্য রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র তমলুক। ২৪ এর লোকসভায় এই কেন্দ্র থেকে এবার প্রেস্টিজ ফাইট রয়েছে প্রাক্তন বিচারপতি তথা বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর বিপরীতে তৃণমূলের হয়ে লড়বে তরুণ তুর্কি দেবাংশু ভট্টাচার্য। এবং সিপিএমের জনপ্রিয় মুখ সায়ন ব্যানার্জি। পরবর্তী নজর থাকছে বিষ্ণুপুরে। কেন বিষ্ণুপুর? কারণ এবছর একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করছে দুই প্রাক্তন। একসময় ভালবেসে সংসার পেতেছিলেন। যা রাজনীতির আঙিনায় এসে ভেঙে খানখান। একদিকে, বিজেপির সৌমিত্র খাঁ, আর তাঁর বিপরীতে প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল।
বিষ্ণুপুরে দুই প্রাক্তনের লড়াই কেমন হয়, তা দেখার জন্য কৌতূহলীদের উৎসুক কম নয়। আগামী শনিবার হাইভোল্টেজ কেন্দ্রে কেমন ভোট হয় সেদিকে নজর থাকবে।
Discussion about this post