অভিষেক পোড়েল, বাংলার উইকেটকিপার বাঁ হাতি ব্যাটসম্যান। কদিন আগেও তাকে চিনতেন খুব কম মানুষ । গত বছর যে ঋষভ পন্থ অসুস্থ থাকায় দিল্লি ক্যাপিটালসের প্রয়োজন ছিল একজন উইকেটকিপার ব্যাটসম্যান । দিল্লির মেন্টর সৌরভ গাঙ্গুলী তাকে নিয়ে যান দিল্লি ক্যাপিটালসে । প্রথম বছর সেভাবে নজর কাড়তে না পারলেও এবারে ব্যাটিংয়ে যথেষ্ট নজর কেড়েছেন চন্দননগরের এই ক্রিকেটার। ২১ বছরের এই বাঁ হাতি উইকেটকিপার ব্যাটসম্যান বাংলার হয়ে যথেষ্ট ভালো খেলছিলেন । এবছর আইপিএলে জ্বলে উঠে সৌরভের মুখ রক্ষা করেছেন অভিষেক পোড়েল। গত মঙ্গলবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম দেখেছে অভিষেকের বিস্ফোরক ইনিংস সকলের নজর কাড়ে। দিল্লি ক্যাপিটালস এবং রাজস্থান রয়্যালসের ম্যাচে দিল্লি প্রথমে ব্যাট করে আট উইকেট এর ২২১ রান তুলেছিল।
ফ্রেজার ম্যাকগর্কের সাথে ওপেন করতে নেমে অভিষেক ৩৬ বলে ৬৫ রানের ইনিংস খেলেছে। এক ঘন্টা ক্রিজে থেকে অভিষেক সাতটি চার এবং তিনটি ছয় মেরেছেন ১৮০.৫৫ স্ট্রাইক রেটে। দেশের ক্রিকেটের পাশাপাশি বাংলার ক্রিকেটেও ঋদ্ধিমান সাহার অভাব পূরণ করবেন অভিষেক এমনটাই মনে করেন অনেকেই । অভিষেকের ব্যাটিংয়ে মুগ্ধ দিদির সহকারী কোচ প্রবীণ আমরে । তিনি বলেন, অভিষেক প্রথম খেলায় পাঞ্জাবের বিরুদ্ধে ১৮ নম্বর ওভার পর্যন্ত জানতো না যে ও খেলবে। অভিষেক নয় বলে ৩০ রানের অসাধারণ ইনিংস খেলেছিল। আমরে বলেছেন, কোন ভারতীয় ব্যাটসম্যান পারফর্ম করলে সব সময়ই ভালো লাগে ।আমরা ভেবেছিলাম ও ব্যাটিং অর্ডারে উপরের দিকে উঠে আসবে। অভিষেক এ পর্যন্ত ২৩ টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন, করেছেন ১০৭২ রান । ২৬ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে করেছেন ৫৬১ রান। যা এক বড় ক্রিকেটারের ভূমিকা বলা যেতে পারে। দিল্লির কোচ রিকি পন্টিং এবং মেন্টর সৌরভ গাঙ্গুলী দুজনেই অভিষেকের ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত আশাবাদী । আমরা আশাবাদী বাংলার একজন ক্রিকেটারকে নিয়ে যাকে ভবিষ্যতে দেশের হয়ে খেলতে দেখলে সবচেয়ে বেশি খুশি হবেন, রাজ্যের মানুষ।
Discussion about this post