প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন নরেন্দ্র মোদী। তৃতীয়বারের জন্য শপথগ্রহণ করলেন। তাঁর সঙ্গে শপথগ্রহণ করলেন আরও ৭৭ জন মন্ত্রী। তবে আগেরবারের মতো এবারও বাংলার কপালে কোনও পূর্ণমন্ত্রী জুটল না। বিহার একাধিক পূর্ণমন্ত্রী ছিনিয়ে নিয়ে গেলেও বাংলার ঝুলি শূন্য থাকল। যদিও দুটি রাজ্যের রাজনৈতিক সমীকরণ পুরোপুরি আলাদা।নরেন্দ্র মোদির সঙ্গে যাঁরা রবিবার মন্ত্রিসভায় শপথ নেবেন এমন সব সাংসদদের সকাল সাড়ে ১১টায় মোদির বাসভবনে চা চক্রে আমন্ত্রণ জানানো হয়েছিল। এই তালিকায় বাংলা থেকে রয়েছে বড় চমক।
প্রধানমন্ত্রী পদে তৃতীয় বার শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদি। রবিবার, সন্ধ্যা ৭:১৫ মিনিটে রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান। তাঁর শপথ পাঠের আগেই তৃতীয়বারের মন্ত্রিসভার সম্ভাব্য মন্ত্রিপরিষদ এবং সংসদ সদস্যদের সঙ্গে এদিন দেখা করলেন মোদি। মোদি মন্ত্রিসভায় এবার ঠাঁই পেতে চলেছেন যাঁরা তাঁরা ইতিমধ্যেই ফোন পেতে শুরু করেছেন কেন্দ্রীয় জোট নেতৃত্বের তরফে। সূত্রের খবর, এক ডজনেরও বেশি বিজেপি সাংসদের নাম রয়েছে মন্ত্রী পরিষদের তালিকায় এবং আরও ডজন খানেক রয়েছেন জোটের তরফে। এদিনের বৈঠকে বেশিরভাগ নেতারা উপস্থিত ছিলেন, যাঁরা প্রায় সকলেই মন্ত্রিসভায় স্থান পাওয়ার সম্ভাবনা রয়েছে। সকাল সাড়ে ১১টায় মোদির বাসভবনে চা চক্রে আমন্ত্রণ জানানো হয়েছিল।
মন্ত্রী হতে পারেন, বিজেপির রাজনাথ সিং,নীতিন গড়করি, অমিত শাহ, অশ্বিনী বৈষ্ণব, এস জয়শঙ্কর, অর্জুন রাম মেঘওয়াল, সর্বানন্দ সোনোয়াল, প্রহ্লাদ জোশ, শিবরাজ সিং চৌহান, কে আন্নামালাই, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, এমএল খট্টর, মনসুখ মান্ডাভিয়া, পীযূষ গোয়েল, কিরেণ রিজিজু, রক্ষা খাডসে, কমলজিৎ সেহরাওয়াত, গিরিরাজ সিং, বান্দি সঞ্জয়, সুরেশ গোপী, জি কিষাণ রেড্ডি, শোভা করন্দলাজে, হর্ষ মালহোত্রা, অন্নপূর্ণা দেবী, অজয় তমতা, মনসুখ মান্ডাভিয়া, হরদীপ সিং পুরী, রাও ইন্দ্রজিৎ সিং, ভগীরথ চৌধুরী, রবনীত সিং বিট্টু, বিএল ভার্মা, জিতিন প্রসাদ, পঙ্কজ চৌধুরী, সি আর পাতিল। আরলডি’র জয়ন্ত চৌধুরী। হিন্দুস্তানি আওয়াম মোর্চার জিতন রাম মাঞ্জি। এলজেপির
চিরাগ পাসওয়ান। জেডি(এস) এর এইচডি কুমারস্বামী। টিডিপির চন্দ্রশেখর পেমমাসানি, রাম মোহন নাইডু কিঞ্জরাপু । জেডি(ইউ) এর রামনাথ ঠাকুর, লালন সিং। শিবসেনার প্রতাপ রাও যাদব। আপন দল সোনিলাল এর অনুপ্রিয়া প্যাটেল। রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া রামদাস আটওয়ালে। এজেএসইউ চন্দ্রশেখর চৌধুরী মন্ত্রিত্ব পেতে চলেছেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মন্ত্রিত্বের তালিকায় থাকছেন বনগাঁর শান্তনু ঠাকুর।
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ মোট ৭২ জন শপথগ্রহণ করলেন। তবে কে কোন মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন, তা এদিন জানানো হয়নি।
Discussion about this post