27 বছর পর বড় পর্দায় আসছে সানি দেওল অভিনীত বর্ডার।1997 এর 13 ই জুন ছবিটি মুক্তি পায়।বক্স অফিসে 55 কোটি তাকার ব্যবসা করেছিল বর্ডার।দেশাত্ত্ববোধক ছবি বর্ডার অনেক প্রশংসা পেয়েছিল।ছবির প্লট,অভিনয়,সেট সবটাই নজরকারা হয়েছিল।তাইতো আজও বহুল চর্চিত এই ছবিটি।
বর্ডার ছবিতে অভিনয় করেছিলেন একঝাক তারকা।যার মধ্যে অন্যতম জ্যাকি শ্রফ, সুনীল শেট্টি, অক্ষয় খন্না, তব্বু প্রমুখ।১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি হয়েছিল বর্ডার।এবার আসছে ‘বর্ডার 2’।সানি দেওল থাকবেন তা নিশ্চিত।তবে আর কে কে থাকবেন ছবিতে জানেন!
বৃহস্পতিবার 13ই জুন ছবি মুক্তির 27 বছর পূরণ হয়েছে।বৃহস্পতিবার এই ছবির সিক্যুয়েলের ঘোষণা করলেন সানি দেওল। এই নিয়ে ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেতা।সেখানে অভিনেতা বলছেন,“২৭ বছর আগে একজন সেনা কথা দিয়েছিলেন তিনি ফিরবেন। সেই কথা রাখতে এবং ভারতের মাটিকে তাঁর প্রণাম জানাতে আরও এক বার তিনি ফিরছেন।’’ সানি দেওয়াল পোস্ট দেখে অনুরাগীরা খুশি হয়েছে।বর্ডার ছবির সিকোয়েল হবে এর থেকে বড় সুখবর কি হতে পারে সানি ভক্তদের কাছে !
জানা যাচ্ছে সন্দীপ সিংহ ছবিটি পরিচালনা করবেন।যিনি কেশরী ছবিটির পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন। এ বার ছবির প্লট হল, রাজস্থানের সীমান্তবর্তী শহর লঙ্গেওয়ালায় ভারত-পাকিস্তানের সম্মুখ সমর। ছবিতে অভিনয় করবেন সানি দেওল।তবে আর কে কে থাকবেন এই নিয়ে মুখে কুলুপ এটেছে নির্মতারা।ছবির ঘোষণার পর থেকেই উত্তেজনার পারদ তুঙ্গে।সোনা যাচ্ছে চলতি বছর অক্টোবর থেকেই ছবির শুটিং শুরু হতে চলেছে।
Discussion about this post