যোগী রাজ্য উত্তরপ্রদেশে পাবলিক সার্ভিস কমিশনের প্রশ্নপত্রও ফাঁস হয়েছে বলে অভিযোগ। সূত্রের খবর আরও-এআরও পরীক্ষার প্রশ্নপত্রও ফাঁস হয়েছে। নিট বিতর্কের মধ্যে এবার তোলপাড় ইউপিপিএসসি নিয়ে। উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের আরও-এআরও পরীক্ষার প্রশ্নপত্রও ফাঁস হয়েছে বলে অভিযোগ উঠেছে এবং তার প্রেক্ষিতে ইতিমধ্যেই ৬ জনকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। তদন্তকারীরা জানতে পেরেছেন, এই প্রশ্নফাঁসের ঘটনার সঙ্গে যোগ রয়েছে মধ্যপ্রদেশের ভোপালের এক প্রিন্টিং প্রেসের। সেখানেই প্রশ্নপত্র ছাপা হয়েছিল। সেই প্রিন্টিং প্রেসের এক কর্মীকেও গ্রেফতার করা হয়েছে। পরীক্ষা শুরুর অন্তত ৮ দিন আগে প্রশ্নপত্র ফাঁস হয়েছিল বলে খবর। মধ্যপ্রদেশের জানা গেছে, দু’রকমভাবে এই প্রশ্নপত্র ফাঁস করা হয়েছিল। তদন্তকারীদের দাবি, প্রিন্টিং প্রেস থেকে ফাঁস হয়েছে প্রশ্নপত্র। মধ্যপ্রদেশের ভোপালের এক প্রিন্টিং প্রেসে প্রশ্নপত্র ছাপা হয়েছিল। সেই প্রিন্টিং প্রেসের এক কর্মী সুনীল রঘুবংশীকে গ্রেফতার করেছে এসটিএফ। গ্রেফতার করা হয়েছে সুভাষ প্রকাশ, বিশাল দুবে, সন্দীপ পাণ্ডে, অমরজিৎ শর্মা এবং বিবেক উপাধ্যায় নামে আরও পাঁচ জনকে। তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, ৬টি মোবাইল ফোন পাওয়া গিয়েছে। তদন্তকারীদের তরফে আরও জানা গিয়েছে, গোটা ঘটনায় মূল অভিযুক্ত রাজীব নয়ন শুধু ইউপিপিএসসি পরীক্ষার প্রশ্নফাঁস করেনি, এর আগে উত্তরপ্রদেশ পুলিশ নিয়োগের পরীক্ষারও প্রশ্নফাঁস করেছিল অভিযুক্ত।১১ ফেব্রুয়ারি ইউপিপিএসসি পরীক্ষা হয়েছিল উত্তরপ্রদেশের একাধিক পরীক্ষাকেন্দ্রে। এরপরই অভিযোগ ওঠে উচ্চপদস্থ এই সরকারি চাকরির পরীক্ষায় ব্যাপক কারচুপি হয়েছে এবং প্রশ্নফাঁস হয়েছে। ২ মার্চ পুরো পরীক্ষাকে বাতিল করা হয়। প্রশ্নফাঁসের তদন্তে গঠন করা হয় স্পেশাল টাস্ক ফোর্স। মামলার তদন্তে শুরুতেই জানা যায়, প্রয়াগরাজের এক পরীক্ষাকেন্দ্র থেকে প্রশ্নফাঁস হয়। সেই ঘটনার তদন্তে প্রয়াগরাজের বিনীত যশবন্ত গ্যাংয়ের ১০ জনকে গ্রেফতার করে পুলিশ। জানা যাচ্ছে, প্রথমে প্রিন্টিং প্রেস থেকেই প্রশ্নপত্র বের করে তা মোটা টাকায় বিক্রি করা হয়েছিল। আর পরে পরীক্ষার দিন সকালেই ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছিল। এই মামলায় আরও এক মহিলা যুক্ত ছিলেন বলে জানতে পেরেছে পুলিশ। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
সত্যজিৎ রায়ের একটি গল্প ছিল, “যত কাণ্ড কাটমান্ডুতে”। বর্তমান সময়ের নীরিখে সেই গল্পের নামকরণকে একটু পাল্টে বলাই যায় যত কাণ্ড...
Read more
Discussion about this post