গত শনিবার সকালে আওয়ামীলীগ দলটির পক্ষ থেকে প্রেস ক্লাব এলাকায় আওয়ামীলীগের কর্মসূচি পালন করে ছাত্রলীগের সাবেক কয়েকজন নেতা-কর্মী। সকাল সাড়ে ৮টার দিকে জাতীয় প্রেসক্লাবের প্রধান ফটকের সামনে ও আশপাশের এলাকায় পথচারী ও যাত্রীদের মধ্যে লিফলেট বিতরণ করেন তাঁরা।
আর সেই লিফলেটে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি স্পষ্ট ভাবে লেখা ছিল। বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের হাতেও এই লিফলেট তুলে দিতে দেখা গেল দলের কর্মীদের।
ঢাকাসহ সারা দেশে এই লিফলেট বিতরণ কর্মসূচি চলছে দাবি করে আওয়ামী লীগের উপ কমিটির সদস্য ও ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আনোয়ার হোছাইন বলেন, ‘ শনিবার থেকে টানা পাঁচ দিন সারা দেশসহ ঢাকা মহানগরে এ লিফলেট বিতরণ কার্যক্রম চলবে। আমরা সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে কর্মসূচি শুরু করেছি। এই কর্মসূচি পালনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঠে নেমেছে।’
গত সপ্তাহে দলটির অফিশিয়াল ফেসবুক পেজে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পদত্যাগসহ ১০টি দাবি নিয়ে মাঠে নামার ঘোষণা দেয় আওয়ামী লীগ। এ সব দাবিতে ১ থেকে ১৮ ফেব্রুয়ারি পাঁচ ধরনের কর্মসূচি দিয়েছে দলটি।
আওয়ামী লীগের দলীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল রবিবারও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় লিফলেট বিলি করেছেন দলীয় নেতাকর্মীরা। গত শনিবার শুরু হওয়া এই কার্যক্রম চলবে আগামী বুধবার পর্যন্ত।
এরই মাঝে সংশ্লিষ্ট কিছু ব্যক্তি বলছেন, প্রথম দিন যাঁরা লিফলেট বিতরণে অংশ নিয়েছিলেন, রাতে পুলিশ তাঁদের বাড়িতে তল্লাশি করেছে। সেই কারণে প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিন লিফলেট বিতরণের গতি কিছুটা কমতে দেখা গেছে।
লিফলেট বিতরণের সময় অন্য মামলার আসামি উল্লেখ করে আওয়ামী লীগের কর্মীকে গ্রেপ্তারের ঘটনাও ঘটেছে।
ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক গণশিক্ষাবিষয়ক সম্পাদক মুকিব মাহী এক ফেসবুক স্ট্যাটাসে বলেন, ‘আমার বাড়িতে গত শনিবার রাতে ডিবি পুলিশ আমাকে না পেয়ে ভাঙচুর করেছে। সবার দোয়া চাই, জয় বাংলা জয় বঙ্গবন্ধু।’
গতকাল ঢাকা মহানগর উত্তর যুবলীগের উদ্যোগে রাজধানীর মিরপুরে লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।
আর আওয়ামীলীগের এই কর্মসূচি যেভাবে বাংলাদেশের অলিগলিতে গড়ে উঠছে, এবং হাসিনার দেশে ফেরার বিষয়টিকে বাংলাদেশের সাধারণ নাগরিক যেভাবে সম্মতি জানাচ্ছে তাতে অন্তরবর্তী সরকারের প্রধান ইউনুসের কপালে চিন্তার ভাঁজ পরতে শুরু করেছে
Discussion about this post