বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ভার নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মহম্মদ ইউনুসের উপর। তিনিই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। নতুন শাসকের বাংলাদেশে এসে আপ্লুত মার্কিন প্রতিনিধিরা। রবিবার ইউনুসের সঙ্গে বৈঠকের পর ভূয়সী প্রশংসা করলেন তাঁরা।বাংলাদেশের উন্নয়ণের জন্য ২০ কোটি ডলার সাহায্য দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এনিয়ে ইউনূস সরকারের সঙ্গে একটি চুক্তিও হয়ে গিয়েছে ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের। যা নতুন সরকার কাঠামোগত সংস্কার এবং উন্নয়নের কাজে লাগাতে পারবে। তবে বাংলাদেশ সরকারের অর্থ দফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই অর্থসাহায্য আমেরিকা করেছে আগের হাসিনা সরকারের সঙ্গে ২০২১ সালে হওয়া দ্বিপাক্ষিক চুক্তির আলোকেই। পুরনো চুক্তিতে ইতিমধ্যেই বিভিন্ন ক্ষেত্রে প্রায় ৪২ কোটি ডলার সাহায্য আগের সরকারকে করেছে আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে বলা হয়েছে স্বাস্থ্য, সুশাসন, মানবিক ও অর্থনৈতিক সুযোগ সৃষ্টি ও মানুষের ঘুরে দাঁড়ানোর সক্ষমতা বৃদ্ধিতে এই অর্থ কাজে লাগানো হবে। যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার হল বাংলাদেশকে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে সহযোগিতা করা। চুক্তি স্বাক্ষরের পর অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা হয়েছে। মূলত রাজস্ব ও আর্থিক খাত নিয়ে কথা হয়েছে। আর্থিক খাতের সংস্কার ও সহযোগিতা নিয়ে কথা হয়েছে। বাণিজ্য নিয়েও কথা হয়েছে। রপ্তানি বহুমুখীকরণসহ অন্যান্য কারিগরি সহায়তা নিয়ে আলোচনা হয়েছে। বাজার অনুসন্ধানও আলোচনায় এসেছে। বাংলাদেশ সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করলে তারা সহযোগিতার আশ্বাস দিয়েছে।
মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের বিখ্যাত পর্যটনকেন্দ্র পহেলগাঁওয়ে এক ভয়াবহ জঙ্গিহানা হয়। জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে নিহত হয়েছেন অন্তত ২৫ জন পর্যটক।...
Read more
Discussion about this post