তিনি শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজি লক্ষ্ণৌ দলের মালিকও আবার তিনি। কিন্তু আইপিএলে তার দল লক্ষ্ণৌ ম্যাচ হারতেই একি কাণ্ড ঘটালেন গোয়েঙ্কা সাহেব! ক্রিকেটের ময়দানকেও কি তিনি কোলকাতায় তার বিদ্যুৎ কোম্পানির একক সম্রাটের মতোই ভাবতে শুরু করলেন! নাহলে তার দলের অধিনায়ক কে এল রাহুলের সঙ্গে তিনি যা করলেন, সেটা দেখার পর এখন দেশের ক্রিকেটপ্রেমীদের কাছে তিনি চক্ষুশূল হয়ে উঠেছেন।
দেশ জুড়ে একাধিক বৃহৎ শিল্প ও ব্যবসার সঙ্গে তার নাম জড়িয়ে রয়েছে। দেশের ১০ জন অর্থবান শিল্পপতিদের মধ্যে অন্যতম। কিন্তু আইপিএলে হায়দ্রাবাদের কাছে এক প্রকার হেলায় হার স্বীকার করেছে তার দল লক্ষ্ণৌ। এহেন আরপিএসজি (RPSG) গোষ্ঠীর চেয়ারম্যান আইপিএলের ম্যাচ শেষে তার দল লক্ষ্ণৌ এর অধিনায়ক কে এল রাহুলকে (K L Rahul) মাঠে এসে তীব্র ভৎসনা করলেন। তিনি দলের মালিক, নিশ্চিতভাবেই তার দলের খেলোয়াড়দের তিনি বলতেই পারেন। তা বলে কি স্টেডিয়ামে উপস্থিত হাজার হাজার দর্শক ও বিশ্বজুড়ে সম্প্রচার হওয়া ক্রিকেটের অন্যতম মহামঞ্চে এই কাণ্ড ঘটানো যায়!
সঞ্জীব গোয়েঙ্কার এই আচরণ এখন রীতিমতন ভাইরাল হয়ে গিয়েছে।
ও হ্যাঁ, এটাও নিশ্চয়ই মিস্টার গোয়েঙ্কা ভুলে গিয়েছিলেন যে, তিনি সতেরো কোটি (17cr.) টাকা দিয়ে ক্রয় তারই দলের অধিনায়ক কথা ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সম্পদের সঙ্গে কথা বলছেন। তিনি হয়তো ভেবেছিলেন তার সিইএসসির (CESC) মত একচেটিয়া মুনাফাকারি কোম্পানির কোন আধিকারিক বা কর্মচারীর সঙ্গে কথা বলছেন।
তবে আপনি যা করলেন তা নিশ্চিতভাবেই ক্রিকেট মাঠের ইতিহাসে এক ভুল বিজ্ঞাপন তৈরি করল।
আইপিএল এর ইতিহাস ঘাটলে দেখা যাবে এখনও পর্যন্ত বিরাট কোহলি সমৃদ্ধ রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কিংবা অভিনেত্রী প্রীতি জিন্টার কিংস ইলেভেন পাঞ্জাব আইপিএল জয়ের স্বাদ পায়নি। সেক্ষেত্রে, গোয়েঙ্কা বাবু আপনি তো মাত্র কয়েকটা মরশুম আইপিএলের (IPL) ময়দানে।
প্রশ্ন তো উঠছেই, গোয়েঙ্কা বাবুর ইতনা গুস্সা কাহাসে আতা হে!
শুক্রবার সকালেই পুলিশের হাতে গ্রেফতার পুষ্পা ২ অভিনীত অভিনেতা আল্লু অর্জুন। সদ্য মুক্তি পাওয়া সিনেমা পুষ্পা ২-র প্রিমিয়ারে উপস্থিত এক...
Read more
Discussion about this post