টলি তারকাদের জীবন নিয়ে কৌতূহল দর্শকদের মনে।তাদের পর্দার বাইরের জীবনটা ঠিক কিরকম তা জানতে উৎসুক সবাই।বর্ণজ্জল জীবন জীবিকা নিয়ে কম আলোচনা হয়না।এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে তারকাদের লাইফস্টাইল সম্বন্ধে অনেকটাই ওয়াকিবহাল আমরা।দেব,জিৎ, শুভশ্রী, শ্রাবন্তী,রচনার মতো তারকাদের বাসভবন নিয়েও কৌতহল অনুরাগীদের মনে।তারকাদের বাড়ির অন্দর মহল ঠিক কিরকম জানতে উৎসুক ফ্যানেরা।কথায় তাদের ঠিকানা এই নিয়েও কম চর্চা হয়না।বলিউডে মন্নত,গ্যালাক্সীর সামনে ভীর জমান ফ্যানেরা।মুম্বইতে বিলাসবহুল বাড়িতে থাকেন বলি অভিনেতারা।তাদের বাসভবন গুলির দাম কোটি কোটি টাকা।শুধু বাড়ি নয়,অন্দরের সজ্জা ও নজর কারবে আপনার।টলিউডের অভিনেতাদের বাড়ি নিয়েও কৌতূহল অনুরাগীদের মনে।কত দাম এক একটা বাড়ি বা আপার্টমেন্টের তা জানার জন্য উৎসুক সবাই।বেশিরভাগ অভিনেতার বাড়িই কলকাতায়।বাইপাসের ধারে আরবানায় থাকেন বেশ কয়েকজন টলি তারকা।এই তালিকায় রয়েছেন,রাজ শুভশ্রী,রচনা,অরিন্দম শীল,পায়েল থেকে শুরু করে দেব।টলি তারকাদের বিলাসবহুল এপার্টমেন্ট গুলির কত দাম জানেন!
বাইপাসের ধারে বিশাল জায়গা জুড়ে এই হাই রাইস আরবানায় থাকেন তারকা থেকে শুরু করে,শহরের ধনী ব্যবসায়ী ও এনআরআই রা।টলি তারকাদের অন্যতম পছন্দ এই আরবানা।তাই অভিনয় জগতের অনেক সদস্যই নিজের ঠিকানা করেছেন আরবানা।তাদের ফ্ল্যাটের অন্দরসজ্জাও ও নজর কারে।সোশ্যাল মিডিয়ার দৌলতে তারকাদের বাড়ির অন্দরসজ্জার দেখা মেলে।তাতেই বোঝা যায় কতটা সৌখিন তারা।তবে এত সুন্দর বাড়ির দাম কত তাও জানতে চান নেট নাগরিকরা।আরবানায় একটি এপার্টমেন্টের দাম আরাই থেকে তিন কোটি টাকা।এর পরে বাড়ির আসবাব ও ইন্টেরিয়র নিয়ে খচর হয়েছে অনেকটাই।অভিনয় জগতের তারকাদের বিলাসবহুল বাড়িটিকে মেইন টেইন করতেও অনেক টাকাই খরচ হয়।সব মিলিয়ে হিসেব করলে টাকার অংক অনেকটাই।
Discussion about this post