৮ থেকে ৮০সবার কাছেই দাদাগিরি খুবই জনপ্রিয় রিয়ালিটি শো।যার সঞ্চালনা করে আসছেন, কলকাতার মহারাজা সৌরভ গাঙ্গুলি। তিনি এই শো এর অন্যতম আকর্ষণীয় ব্যক্তিত্ব।এর আগেও দাদাগিরির মঞ্চে বহু ইতিহাস রচনা করেছেন তিনি , বিভিন্ন হাস্যকৌতুক এবং অনুষ্ঠানে অংশ গ্রহণ করা ছেলে মেয়েদের সাথে বিভিন্ন বিষয়ে সাক্ষী থেকেছেন তিনি। আর এবার ঘটে গেলো একটু অন্য রকমের একটি ঘটনা। শো -এ উপস্থিত এক যুবতী বলে উঠলেন তার বাবা নাকি সৌরভ ! কিন্তু এই সৌরভ ক্রিকেটের সৌরভ নন। ছোট থেকেই সে এবং তার পরিবার সৌরভ গাঙ্গুলির ক্রিকেটের বড়ো ভক্ত। তাই তার নাম পরিবর্তন করে রাখেন সৌরভ। এই শুনে মঞ্চে উপস্থিত সকলে হেসে ওঠেন।
পেশায় গায়িকা মহাশ্বেতা নামের এক যুবতী সম্প্রতি দাদাগিরির মঞ্চে খেলতে এসেছিলো। সবার সাথে মহাশ্বেতার পরিচয় করিয়ে দিয়ে সৌরভ বলেন যে এই মেয়েটির বিয়েতে খুব ভয়। এরপর সৌরভ নিজেই মহাশ্বেতাকে প্রশ্ন করেন যে তিনি কেন ভয় পান বিয়েতে?
সৌরভের প্রশ্নের জবাবে মহাশ্বেতা বলেন, সে একজন গায়িকা, পারফরমিং আর্টিস্ট। বাবা মা যেভাবে তার পেশাকে সাপোর্ট করেন, মহাশ্বেতা ভয় পান তার জীবনে আসা মানুষটা সেই ভাবে তাকে সাপোর্ট করবে তো! দিলীপ নামের এক ম্যারেজ কাউন্সিলার উপস্থিত ছিলেন এদিন। সৌরভ তাকে বলেন, ‘দিলীপবাবুর মতো পার্টনার প্রচুর লোক পায়…’। এরপর উল্টো দিক থেকে জবাব আসে, ‘যাই হোক আমার মতো দেরি করো না…
অনেকেই থাকেন যারা সৌরভের অন্ধভক্ত। বিভিন্ন এপিসোডে আমরা এমন বহু সৌরভ ভক্তের দেখা পাই.. । যারা সৌরভ গাঙ্গুলিকে ভালোবেসে নিজেদেরকেও জুনিয়র সৌরভ হিসাবে ভাবতে থাকেন। তবে মহাশ্বেতা আরো বলেন, তার বাবার নাম যে সৌরভ ,তবে সেটা তিনি নিজে কিংবা তার ঠাকুমা, ঠাকুরদা রাখেননি। তিনি বলেন ,”আমার ঠাকুমা বা ঠাকুরদা কিন্তু এই নাম রাখেননি। দিয়েছে আমার মা। মা ভীষণ বড় ভক্ত তোমার। তাই নাম দিয়েছে সৌরভ। আমার বাবাও কার্তিক জানার বদলে করে দিয়েছে সৌরভ কার্তিক।”
তিনি বলিউডের কিং খান। তার নামে এখনও হলে মানুষ সিটি মারে। তাঁর সিনেমা মানেই সুপার-ডুপার হিট। পরবর্তী সিনেমার জন্য মুকিয়ে...
Read more
Discussion about this post