বাবার জীবনে ‘ড্রিম গার্ল’কে সহ্য করতে পারেনি সানি।বাবার দ্বিতীয় বিয়ের সময় দেওল পরিবারে নেমে এসেছিল কালো অন্ধকার।বাবার পছন্দের হেমাকে মা বলে মেনে নিতে কষ্ট হয়েছিল সানি দেওলের।বলিউড সুপারস্টার ধর্মেন্দ্র।সম্বন্ধ করে বিয়ে হয়েছিল প্রকাশ কৌরের সঙ্গে।প্রকাশ ছিলেন হরিয়ানার মেয়ে।বিয়ের পর দুই সন্তানের জন্ম হয়,সানি ও ববি।সুখের সংসার ছিল তাদের।সিনেমাজগতেও বেশ পরিচিতি পেতে থাকেন ধর্মেন্দ্র।বলিউডে দেখা হল ড্রিম গার্ল হেমা মালিনীর সঙ্গে।দেখেই প্রেমে পরে যান ধর্মেন্দ্র।
এদিকে হেমার পরিবার ধর্মেন্দ্র কে জামাই হিসেবে মেনে নেননি।কারণ ধর্মেন্দ্র দুই সন্তানের বাবা।অভিনেতা জিতেন্দ্রর সঙ্গে হেমার বিয়ে ঠিক হয়।এদিকে বিয়ের আসরে গিয়ে হাজির ধর্মেন্দ্র।হেমাকে বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ করেন ধর্মেন্দ্র।হেমাকেই বিয়ে করেন তিনি।এদিনে হেমাকে বাবার স্ত্রী হিসাবে মেনে নিতে পারেননি সানি দেওল।রাগে ফুসতে থাকে সানি।ঝগড়া অশান্তি শুরু হয়।মা প্রকাশ কৌরের কষ্ট সহ্য করতে পারছিল না ছেলে সানি।রাগের মাথায় অনেক কিছুই বলেছেন সৎ মা হেমা কে।
বাবার জীবনের ‘ দ্বিতীয় নারী ‘বলে হেমাকে গালিগালাজ করেছিল সানি।যদিও সংসারের সম্মান বাঁচাতে অনেক কিছুই ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল হেমা।তবুও কানাঘুশো সোনা যায় বিয়ের পর সংসারে তুমুল অশান্তি নেমে আসে হেমার।পরে অবশ্য সবকিছুই ঠিক যায় যায়।গত বছর মুক্তি পেয়েছে ‘গদর 2’।তা দেখে ছেলে সানির সম্পর্কে প্রশংসা করেছেন হেমা।সাক্ষাৎকারে ছেলের সম্পর্কে বলেন ,ও আমাকে সম্মান করে।ওকে আমি স্নেহ করি।আমার দুই মেয়ের সঙ্গে সানির সম্পর্ক খুব মধুর।
Discussion about this post