বেশ অনেক বছর হলো তিনি ‘রূপলী পর্দা’ র মায়া ত্যাগ করেছেন। তবে এখনও রূপলী পর্দায় তার প্রতিটি স্মৃতি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যা দেখলে আজও দর্শকদের মনে আকর্ষণ সম্মান ও শ্রদ্ধা ফুটে ওঠে। এখনো মানুষ তাঁর কাজের প্রশংসা করেন, ফিরে দেখতে চান বারে বারেই। তিনি হলেন কিংবদন্তি পরিচালক ঋতুপর্ণ ঘোষ। এই পরিচালক বহু পুরস্কার প্রাপ্ত ছবি আমাদের উপহার দিয়েছেন। ধরাবাধা নিয়মের বাইরে বাস্তবমুখী ছবি বানিয়েছেন নিজের ছন্দে। এবার সেই কিংবদন্তি পরিচালকের সঞ্চালনা করা একটি শো ফিরে আসতে চলেছে রূপলি পর্দায়। ‘ঘোষ অ্যান্ড কোম্পানি’।
এই জনপ্রিয় শো এর কথা প্রতিটি দর্শকের মনে এখনো জ্বলজ্বল করছে।
এই সেলিব্রিটি চ্যাট শো-টি বেশ জনপ্রিয় ছিল সেই সময়ে । শ্রেয়া ঘোষাল থেকে শুরু করে সৌরভ গাঙ্গুলী, ডোনা গাঙ্গুলী, ও অপর্ণা সেন এর মতো বিভিন্ন জনপ্রিয় তারকারা। ঋতুপর্ণ ঘোষের সঞ্চালনায় আড্ডায় গল্পে তারকারা ভাগ করে নিতেন, তাঁদের জীবনের অজানা গল্প। সেই সময় এই অনুষ্ঠান নিয়ে বেশ কিছু বিতর্ক সৃষ্টি হয়েছিল তবে সেটা ছিল খুবই সাময়িক।
এই শো ফের ফিরে আসার খবর প্রকাশ হতেই উচ্ছ্বসিত অনুরাগীরা। অনেক অনুরাগী তাঁদের মতামত ও জানিয়েছেন, কেউ লিখেছেন, ‘এই শো অনেক আগেই ফিরিয়ে আনার উচিৎ ছিল। তখনই এই চ্যানেলের উজ্জ্বল সময় ছিল।’ আবার কেউ লিখেছেন, ‘অনেক দিন থেকেই অপেক্ষা করছিলাম কবে এই শো-টা আবার সম্প্রচার হবে।’ অনেকে আবার কোয়েল মল্লিকের শো ‘কথা ও কাহিনী’ শো টিকেও ফিরিয়ে আনার অনুরোধ জানিয়েছেন।
এই শো-এর মূল আকর্ষণই ছিলেন কিংবদন্তী পরিচালক ঋতুপর্ণ ঘোষ। তাঁর নিজস্ব কথার ভঙ্গি রুচিশীল চিন্তাভাবনা এই শো এর মাধ্যমে মন জয় করেছিল প্রতিটি দর্শকের।জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী সহ ক্রিকেট ব্যক্তিত্ব এসেছেন এই শো-তে। ফলে দর্শকেরা তারকারদের জানা অজানা গল্প জানার জন্য আগ্রহ প্রকাশ কইরতেন। এই শো আবার ফিরে আসায় বেজায় খুশি দর্শকমন্ডলী। তবে কখন কবে এই শো সম্প্রচারিত হবে তা এখনও প্রকাশ্যে আসেনি। তবে আশা করা যায় খুব শীঘ্রই সেই শো আবার আমরা দেখতে চলেছি।
একের পর এক বড় ধাক্কা পাচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রি। কাল সকালেই মিঠুন চক্রবর্তীর প্রাক্তন স্ত্রী অর্থাৎ প্রাক্তন অভিনেত্রী হেলেনা লুকের মৃত্যুর...
Read more
Discussion about this post