মুম্বই নগরীর অন্যতম আকর্ষণ মন্নত।শাহরুখ খানের প্রসাদপম বাড়ি।এক সময় যেই বাড়ির সামনে বসে বসে স্বপ্ন দেখেছিলেন শাহরুখ।আজ সেই প্রসাদ এ রাজার মতোই থাকেন তিনি।নিজের মনের মত করে সাজিয়ে তুলেছেন মন্নত।কিন্তু এই মন্নতের দিকে তাকালে কেন মন খারাপ হয়ে যায় সলমানে!
2001 সালে মুম্বইয়ের বান্দ্রায় সমুদ্রমুখী বাংলো মন্নত কিনেছিলেন শাহরুখ।তখন নাম ছিল জন্নত।পরে এর নাম বদলে মন্নত রাখা হয়।তারাপর সেই প্রসাদ নানান আন্টিক জিনিস দিয়ে সাজিয়ে তুলেছেন গৌরি।প্রতিদিন শয় শয় অনুরাগী ভীর জমান মন্নতের সামনে।মুম্বইতে এটি একটি দর্শনীয় স্থানে পরিণত হয়েছে।
কিন্তু শাহরুখের এই মন্নত কেনার প্রস্তাব গিয়েছিল সলমানের কাছেও।তার ও স্বপ্ন ছিল এই প্রাসাদে থাকার।যেখানে এক থাকেন বলিউড বাদশা শাহরুখ।
স্বপ্নের প্রাসাদ না কিনতে পাড়ায় কি দুঃখ হয় ভাইজানের?বেশ কয়েক বছর আগে একটি সাক্ষাৎকারে এই বিষয় মুখ খুলেছিলেন সলমান।সলমান জানান, বাবা সেলিম খানের কথা শুনেই ‘মন্নত’ কেনেননি তিনি। সলমন বলেন, ‘‘আমার ইচ্ছে থাকলেও বাবা বারণ করেছিলেন। বলেছিলেন, ‘এত বড় বাড়ি নিয়ে আমরা কী করব?’ আমিও ভেবে দেখলাম, কথাটা ঠিক। তাই ‘মন্নত’ কেনার প্রস্তাব ফিরিয়ে দিই।’’
বাবার কথায় রাজি হয়ে নিজের স্বপ্নের প্রাসাদের দিকে হাত বারান নি সলমান।তিনি থাকেন বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে।
কিন্তু এর ফলে কি দুই খানের সম্পর্কে কোনো ফাটল ধরেছিল!
উত্তরে সলমন, শাহরুখ দু’জনেই জানান, একেবারেই না।একজন অভিনেতা হিসেবে দুজনেই দুজনকে সম্মান করেন।আর তাদের সম্পর্ক আজও অটুট।কোনো বদল ঘটেনি।কাজের বাইরে তারা একে ওপরের পরিবারিক বন্ধু।
Discussion about this post