শ্রীদেবীর বাড়িতে থাকতে চান?
বলিউড অভিনেত্রী শ্রীদেবীর আপনিও অতিথি হয়ে যেতে পারেন।বিলাসবহুল বাড়িতে অতিথি আপ্যায়ন পেতে পারেন।অতিথি আপ্যায়নে হাজির থাকবেন খোদ শ্রীদেবী কন্যা জাহ্নবী।শুনে অবাক লাগছে নিশ্চই।কিন্তু এটাই সত্যি।
একটা সময় শ্রীদেবী তার পরিবারকে নিয়ে থাকতেন এই বিলাসবহুল বাড়িতে।বাড়ির প্রতিটি কোনায় রয়েছে তার স্মৃতি।২০১৮- এর ২৪ ফেব্রুয়ারি এই বাড়ির বাথটব থেকে উদ্ধার হয়েছিল শ্রীদেবীর নিথর দেহ।সেই বাড়িতেই আপনি গিয়ে থাকতে পারেন।
প্রসঙ্গত চেন্নাইয়ে সমুদ্রমুখী এই বিলাসবহুল বাড়িটিকে একটি হোটেলে পরিণত করার স্বপ্ন ছিল শ্রীদেবীর।আর মায়ের সেই স্বপ্ন পূরণ করতে চলেছেন জাহ্নবী।তাই সেই হোটেলে আপনি চাইলেই রাত কাটাতে পারবেন।Airbnb-ই শ্রীদেবীর এই বাড়িটিকে হোটেল বানাচ্ছে। Airbnb ইনস্টাগ্রাম পেজে জানানো হয়েছে আগামী ১২ মে থেকে বুকিং শুরু হচ্ছে।Airbnb অ্যাপের মাধ্যমে বুকিং করতে হবে।
শোনা যাচ্ছে,অতিথি আপ্যায়নে হাজির থাকবেন খোদ জাহ্নবী কপুর।শ্রীদেবীর বাড়িতে এক রাত কাটানোর খরচ 25 হাজার টাকা।তবে আপনি বিনামূল্যেও থাকতে পারেন।
Airbnb এর ম্যানেজার জানিয়েছেন, যে সব বাড়ির দাম ১০০ ডলারের কম সেই বাড়িগুলোতে বিনামূল্যে থাকা যায়।এর জন্য শুধু গোল্ডেন টিকিটের জন্য আবেদন করতে হয়।গোল্ডেন টিকিট মিললেই শ্রীদেবীর বাড়িটিতে থাকা যাবে সম্পূর্ণ বিনামূল্যে।
Discussion about this post