বৈশাখের শুরুতেই টলিপাড়ায় ফের বাজলো বিয়ের সানাই। বিয়ে তো হয়েছে, কিন্তু বিয়েটা কাদের হয়েছে সেটা কি জানেন। সব জল্পনার অবসান ঘটিয়ে বিয়ের পিঁড়িতে বসেছে মিঠাইয়ের উচ্ছেবাবু। ধারাবাহিকের সমাপ্তি ঘটলেও আজও উচ্ছেবাবুকে ভোলেনি সিরিয়াল প্রেমীরা। তবে কখনও ভাই, বোন আবার কখনও বন্ধু কিংবা বান্ধবী। এই সকল চরিত্রের মধ্যে দিয়েই দর্শকদের মন কেড়েছে এই জুটি। শুধু ধারাবাহিকই নয়, একাধিক সিনেমাতেই অভিনয় করেছেন তাঁরা। তবে সম্প্রতি, জি বাংলার একটি জনপ্রিয় সিরিয়াল মিঠাইতে অভিনয় করেছেন তাঁরা। তবে এই ধারাবাহিকে এই জুটির চরিত্র ছিল ভাই বোনের। মিঠাই সিরিয়াল চলাকালীনই একাধিকবার একে অপরের সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন এই তারকা জুটি। কখনও একে অপরের ভালোবাসায় ম্লান হয়েছেন তো কখনও রাগ অভিমানের ছবিও প্রকাশ্যে তুলে ধরেছেন তাঁরা।
তবে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলো গত বৃহস্পতিবার । অবশেষে দুই পরিবারের উপস্থিতিতে চারহাত এক হল অভিনেতা অদৃত রায় ও অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীর। বিয়ের নানা নিয়মরীতির মধ্যে দিয়ে সকাল থেকেই দুই বাড়িতে ছিল টানটান উত্তেজনা। বিয়ের দিন সকাল থেকে কি কি ঘটেছে তার প্রত্যেকটি ছবি ইতিমধ্যেই স্যোশাল সাইডে পোস্ট করেছেন এই তারকা যুগল। এদিন হাওড়ার একটি ব্যাঙ্কোয়েটে বসেছিল তাঁদের বিয়ের আসর। তারকা জুটির বিয়েতে নবদম্পতির সাজে ছিল সাবেকিয়ানার ছোঁয়া। এদিন অদৃতের পরণে ছিল ধুতি, ঘিয়ে রঙের তসরের পাঞ্জাবী, মাথায় টোপর এবং গলায় মোটা রজনীর মালা। অন্যদিকে, কৌশাম্বীর পরণে ছিল লাল বেনারসী। গায়ে হালকা সোনার গয়না, নাকে নথ ও মাথায় বেনারসীর সঙ্গে ম্যাচ করা ওড়না। আগামী ১১ই মে রয়েছে কৌশাম্বীর বৌভাতের অনুষ্ঠান। তবে বিয়ের জন্য আপাতত ধারাবাহিকের কাজ থেকে ছুটিতে আছেন দুজনেই । আগামীদিনে সুখের হোক তাঁদের দাম্পত্য জীবন। স্যোশাল মিডিয়ায় অদৃত কৌশাম্বীর বিয়ে ছবি দেখে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।।
তিনি বলিউডের কিং খান। তার নামে এখনও হলে মানুষ সিটি মারে। তাঁর সিনেমা মানেই সুপার-ডুপার হিট। পরবর্তী সিনেমার জন্য মুকিয়ে...
Read more
Discussion about this post