গানের দুনিয়ায় তার দেশজোড়া খ্যাতি।তার কণ্ঠের জাদুতে মোহিত আট থেকে আসি।সিনেমা,এলবাম থেকে শুরু করে কনসার্ট অরিজিৎ সিং মানেই সুপার ডুপার হিট।প্রেম থেকে বিরহ সবেতেই রয়েছেন তিনি।কনসার্টে যাকে একবার ছুঁয়ে দেখতে এগিয়ে আসে অজস্র হাত।একটা ছবি তোলার জন্য পাগল হয় যান অনুরাগীরা।তার জীবনযাবন খুবই ছাপোষা।আর পাঁচটা সাধারন ঘরের ছেলের মতোই তিনিও নিজের দিন যাপন করেন।আজ সেই খুব সাদামাটা ছেলেটার জন্মদিন।সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার ঝর তুলে দিয়েছে ভক্তরা।জিয়াগঞ্জের ভূমিপুত্রের জন্ম হয়েছিল ১৯৮৭ সালের ২৫ এপ্রিল।আজ ৩৭-এ পা রাখলেন গায়ক।বাংলার মাটিতে জন্মানো এই গায়কের আজ বিপুল সন্মাম।যে অরিজিৎ আজ গোটা বাাংলার গর্ব, তাঁর সংগীতের কেরিয়ারটা কিন্তু খুব একটা মসৃণ ছিল না।একটি রিয়্যালিটি শো এর ফিনালেতে পৌঁছতে পারেননি তিনি।কিন্তু আজ তিনিই ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া গায়কদের একজন। সংবাদমাধ্যম সূত্রে খবর, অরিজিৎ সিং এর মোট সম্পত্তির পরিমান ৫৭ কোটি টাকা।রয়েছে বিলাসবহুল গাড়ি ও ফ্ল্যাট।কিন্তু পরিবারের সাথে জিয়াগঞ্জেই থাকেন অরিজিৎ।তার সাদামাটা লাইফস্টাইল দেখে বোঝার উপায় নেই তিনি এত টাকা উপার্জন করেন। আজও স্কুটিতে করে, হাওয়াই চপ্পল পরে সাধারণ মানুষের ভিড়ে অনায়াসে মিশে যান অরিজিৎ।
বলিউডের প্রথম সারির নায়কদের লিপে গান গেয়েছেন অরিজিৎ সিং। দেশ বিদেশের বিভিন্ন জায়গার কনসার্ট এ যান অরিজিৎ।যত দামই হোক,টিকিট কেটে অরিজিতের গান শুনতে ভিড় জমায় ভক্তরা।গানের মাঝে তাঁদের নানা আবদারও পূরণ করেন গায়ক।সুরের জাদুতে সব দুঃখ নিমেষে উধাও করে দেন অরিজিৎ।আজ সেই সুরের জাদুকরের জন্মদিন।ভক্তদের শুভেচ্ছা ও ভালবাসায় দিন দিন সফল্যের চূড়ায় পৌঁছে যাবে প্রিয় গায়ক অরিজিৎ।
Discussion about this post