প্রতি বছর কান চলচ্চিত্র উৎসবে চাদের হাট বসে।উপস্থিত থাকে বলিউড তারকারাও।প্রতি বছর ই রেড কার্পেটে নজর করেন ঐশ্বর্য রাই বচ্চন।তার লুক দেখতে মুখিয়ে থাকে সবাই।ক্যামেরা বন্দি করা হয় প্রতিটা পোস।এবারও কান চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন অভিনেত্রী।মেয়ে আরাধ্যা কে নিয়ে গিয়েছিলেন।কিন্তু এবার তাকে অন্যভাবে দেখা গেল।মুম্বই বিমান বন্দরে মা ও মেয়েকে দেখে ফ্রেমবন্দি করেছেন পাপারাতজিরা।সেখানেই দেখা যায় অভিনেত্রী আহত।হাতে চোট লেগেছে ও প্লাস্টার করা।দেখে স্বভাবতই উদ্বিগ্ন হয়েছেন ভক্তরা।কি হয়েছে তার হাতে জানতে উদগ্রীব অনুরাগীরা।
দীর্ঘ বছর ধরে কান চলচ্চিত্র উৎসবে ভারতের প্রতিনিধিত্ব করছেন তিনি। বুধবারের রাতেই মেয়ে আরাধ্যাকে নিয়ে রওনা দিয়েছেন ঐশর্য।বিমান বন্দরে তোলা ঐশ্বর্য এবং আরাধ্যার ছবি এবং ভিডিওগুলি এখন ইন্টারনেটে ঘুরছে। বিমানবন্দরে একটি কালো টপ এবং ম্যাচিং প্যান্টে ক্যাজুয়াল, সঙ্গে ওভারসাইজড নীল ট্রেঞ্চ কোট পরেছিলেন ঐশ্বর্য।অভিনেত্রীর ডান হাতে ছিল একটি স্লিং।আরাধ্যার পরনে ছিল সোয়েটশার্ট এবং ট্র্যাকপ্যান্ট।মাকে সাহায্য করছিল আরাধ্যা।ব্যাগ নিজের হাতে নিয়েছিল আরাধ্যা।
বিশ্বাসুন্দরী সব সময়ই নিজের ফ্যাশন ও ব্যক্তিত্ব দিয়ে মুগ্ধ করেন ভক্তদের।হাতের চোট নিয়ে কোনো বিবৃতি দেননি অভিনেত্রী।ভক্তরা তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।
Discussion about this post