মা হতে চলেছেন একতা কাপুর।বলিউডে গুঞ্জন চলছে দ্বিতীয়বার মা হতে চলেছেন জিতেন্দ্র কন্যা একতা।বিয়ে করেননি একতা,কিন্তু ২০১৯ সালে সারোগেসির মাধ্যমে প্রথম বার মা হন একতা কপূর।সিঙ্গেল মাদার হিসেবে ছেলেকে একাই মানুষ করছেন তিনি।ছেলের নাম রবি। ছেলের বয়স এখন পাঁচ। বলিপাড়ায় ফের গুঞ্জন শুরু হয়েছে দ্বিতীয়বার মা হতে চলেছেন একতা। এ বারও সারোগেসির মাধ্যমেই মা হচ্ছেন তিনি।
জিতেন্দ্রর দুই সন্তান একতাএবং তুষার।দুজনের কেউই বিয়ে করেননি।২০১৬-য় সারোগেসির মাধ্যমে বাবা হন একতার ভাই তুষার।তাঁর ছেলের নাম লক্ষ্য।লক্ষ্যকে বড় করার দায়িত্ব নিয়েছিলেন পিসি একতা।ভাইপোকে মানুষ করতে করতেই নিজেরও মা হওয়ার ইচ্ছা জাগে একতার।এরপরই তিনি সিদ্ধান্ত নেন তিনি মা হবেন।বিয়ে করেননি একতা।সেক্ষেত্রে মা হওয়ার উপায় সরোগেসি।সরোগেসির মাধ্যমেই মা হলেন একতা।ছেলে রবিকে বড়ো করে তুলছেন।আবার মা হওয়ার ইচ্ছা জেগেছে একতার।এবার কারণ তার ছেলে।সূত্রের খবর, তাঁর ছেলে রবি যাতে সঙ্গীর অভাববোধ না করে, তাই এই সিদ্ধান্ত নিয়েছেন একতা।তাই রবিকে ভাই বা বোন এনে দেওয়ার পরিকল্পনা রয়েছে তার।ভাই তুষার যেভাবে তিনি পাশে পেয়েছেন।এরপর রবির বিপদে আপদেও যেন তার ভাই বা বোন কে সে পাশে পায়।সেকারণেই আবারো মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন একতা।এবারও সরোগেসির মাধ্যমেই মা হবেন তিনি।
Discussion about this post