নব্বইয়ের দশকের অভিনেত্রী এখন রাজনীতির ময়দানে। বাংলা, বাংলাদেশি, কন্নড়, হিন্দি ছাড়িয়ে ওড়িয়া ছবিতে একসময় দাপিয়ে অভিনয় করেছেন তিনি। দর্শকদের উপহার দিয়েছেন নানা হিট ছবি। তবে বর্তমানে ছবির সেই সংখ্যাটা কমতে কমতে এখন একেবারে শূন্যে এসে পৌঁছায়। এরপর থেকে আর তাঁকে দেখা যায়নি সিনেমার পর্দায়। এরপর ডান্স বাংলা ডান্স জুনিয়ারে বিচারকের ভুমিকায় ছিলেন তিনি। তারপর সোজা চলে আসেন জনপ্রিয় একটি টিভি চ্যানেলের রিয়েলিটি শো দিদি নং ১-এর সঞ্চালিকার ভুমিকায়। যদিও তারপর থেকে একই ভাবে রিয়েলিটি শো-য়ে সঞ্চালিকার কাজটা বেশ কড়া হাতেই সামলাচ্ছেন তিনি।
বর্তমানে কেবল বাংলারই দিদি নং ১ নয়, বাংলা ছাপিয়ে ভিন রাজ্যেরও দিদি নং ১ তিনি। কার কথা বলছি এতক্ষণে আশা করি বুঝেই গেছেন। হ্যাঁ ঠিক ধরেছেন, নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। তবে, এখন তিনি আসন্ন লোকসভা নির্বাচনের রাজ্যের শাসকদল তথা তৃণমূলের মনোনীত প্রার্থী। একদিকে নির্বাচনী প্রচার অন্যদিকে, রিয়েলিটি শো-এর শ্যুটিং। দুয়ে মিলে ব্যস্ততা চরমে। নির্বাচনী প্রচার নিয়ে ব্যস্ততা তুঙ্গে। তাই সেই ভাবে শ্যুটিং ফ্লোরকে সময় দিতে পারছেন না তিনি। শ্যুটিং নিয়ে প্রথমে একটু সমস্যা হলেও, পরে যদিও সমস্ত সমস্যা আয়ত্ত করে নিয়েছেন এই তারকা প্রার্থী।
এ বিষয় নিয়ে, খোদ তারকা প্রার্থী জানিয়েছেন, তিনি যতদিন পারবেন, শ্যুটিং চালাবেন। সামনেই ভোট, তাই নির্বাচনী প্রচারের মাঝে দিদি নং ওয়ানের শ্যুটিং করা আর সম্ভব হচ্ছে না। তবে ৪ ঠা জুন ভোটের ফলপ্রকাশের পর আর এই চাপ থাকবে না । তখন রাজনীতির ময়দান আর রিয়েলিটি শোয়ের মঞ্চ, দুদিকেই সমানভাবে দেখতে পারবেন তিনি। পাশাপাশি ভোটে জয়ী নিয়ে যথেষ্ট আশাবাদী রচনা।
Discussion about this post