রুপোলী দুনিয়া থেকে রাজনীতির ময়দান। ২০১৯ এ রাজনীতির দুনিয়া আসার আগে একে অপরকে চোখে হারাতেন তাঁরা। ইন্ডাস্ট্রির সেই বন্ধুত্ব গড়িয়েছিল সাংসদের দোড়গোরায়। ১৯ নির্বাচনে ভোটে তৃণমূলের নির্বাচিত প্রার্থী হিসাবে মনোনীত হয়েছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী ও নুসরত জাহান। জণগণের মনের মনীকোঠায় পৌঁছাতে কখনও হুট খোলা গাড়িতে, কখনও আবার সারারণ গাড়িতে তো কখনও আবার দলীয় কর্মীদের সঙ্গে হেঁটে জনসংযোগ সেরেছেন তাঁরা ।
সেই সময় এটিই ছিল তাঁদের দৈনন্দিন রুটিন। তবে গত পাঁচ বছরের ছবিটা একেবারে বদলে গেছে ২৪ এর লোকসভা নির্বাচনে। আসন্ন নির্বাচনে দলের তরফে টিকিট পাননি তাঁরা। কিন্তু তবুও তাঁদের বন্ধুত্বের ভাঙন ধরেছে। যখন যাদবপুর ও বহিরহাটে ভোটের প্রচার তুঙ্গে সেই সময় দাঁড়িয়ে কি করছেন এই দুই তারকা। কোনও একসময় একসঙ্গে সংসদ হিসাবে থাকাকালীন ছবিও পোস্ট করতেও দেখা গিয়েছিল দুজনকে। কিন্তু এখন দুই বন্ধুত্বের মধ্যে ব্যবধান এখন অনেকটাই।
শোনা যায়, দলের সঙ্গে দূরত্বের কারণও যেমন আলাদা, তেমনই তাঁদের মধ্য বন্ধুত্বের ফাটলের কারণও আলাদা।
টলি পাড়ায় কান পাতলেই শোনা যায়, বিভিন্ন দুর্নীতির সঙ্গে নুসরতের নাম জড়িয়ে যাওয়ায়, প্রিয় বান্ধবীর সঙ্গে দূরত্ব বাড়িয়েছেন মিমি। যা এইটাই বেড়ে যায় যে, এখন তাঁদের একসঙ্গে কোনও জায়গাতেই আর দেখা যায় না।
তবে নির্বাচনে, দল নুসরতকে টিকিট না দেওয়ায় স্যোশাল মিডিয়ায় একরাশ ক্ষোভ উগডে় দিয়েছিলেন ঠিকই অন্যদিকে অভিনেত্রী মিমি কিন্তু একেবারেই ছিলেন নিজের দুনিয়ায় মগ্ন। অন্যদিকে ইস্তফা না দিলেও, দলের সঙ্গে দূরত্ব বাড়িয়েছেন বিদায়ী সাংসদ নুসরত। একইসঙ্গে দলের তরফে .প্রার্থী ঘোষণার পরেই ইস্তফাপত্র দিয়েছিলেন মিমি চক্রবর্তী। যদিও সেই ইস্তফাপত্র গৃহিত হয়েছে কিনা তা জানা যায় নি। অন্যদিকে, নুসরত এখন স্বামী, সন্তানকে ঘোর সংসারি।
সম্প্রতি জশ ও নুসরত একটি প্রযোজনা সংস্থাও খুলেছেন বলে খবর। অপরদিকে, মিমিও প্রাধান্য দিয়েছে তাঁর কেরিয়ারে। এই প্রথম বাংলাদেশের একটি সিরিজে কাজ করতে চলেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। তাঁর বিপরীতে রয়েছে শাকিব খান। সিরিজের নাম, যাহা বলিব সত্য বলিব, চলতি বছরই মুক্তি পেতে চলেছে মিমির এই প্রথম ওয়েব সিরিজটি। একই সঙ্গে মুক্তি পেতে চলেছে মিমি ও আবীর অভিনীত আলাপও। ভোট মুখি রাজ্যে যখন তীব্র গরমকে উপেক্ষা করে জোড়কদমে প্রচার চালাচ্ছেন সয়নী, সায়ন্তিকা এবং রমনা, সেই সময় অভিনেত্রী মিমি সময় কাটাচ্ছেন ভূ-স্বর্গে।
Discussion about this post