নিজের ফ্ল্যাট ভাড়া দিলেন অভিনেত্রী মালাইকা আরোরা।বলিউডে নায়িকা তথা আইটেম গার্ল হিসাবে অনেক জনপ্রিয়তা পেয়েছেন।এখন সিনেমায় খুব বেশি দেখা না গেলেও রিয়েলিটি শোতে জাজ হিসেবে দেখা যায় তাকে।রিয়েলিটি শো তে বিচারকের ভূমিকায় নেহাত কম টাকা নেননা তিনি।তবু ও কি অর্থাভাব রয়েছে অভিনেত্রীর।যা পূরণ করতে নিজের ফ্ল্যাট ভাড়ায় দিচ্ছেন তিনি।তাও আবার চড়া দামে।বেশ কয়েক আগে আগেই আরবাজ় খানের সঙ্গে মালাইকা অরোরার বিবাহ বিচ্ছেদের হয়ে গিয়েছে।কিন্তু ছেলে আরহানের জন্য এখনো সৌজন্যের সম্পর্ক এখনও বজায় রেখেছেন তাঁরা। আরহানের জন্য এখনও দেখাসাক্ষাৎ হয় মালাইকা-আরবাজ়ের।
মালাইকা বন্দ্রাতে যে বাড়িটিতে থাকেন মূল্য প্রায় ১৬ কোটি টাকা।এছাড়াও অনেক ফ্ল্যাট রয়েছে অভিনেত্রীর।মুম্বইয়ে অভিজাত এলাকাগুলি যেমন বান্দ্রা, পালি হিলসের বেশ কিছু জায়গায় ফ্ল্যাট রয়েছে অভিনেত্রীর।তারই মধ্যে একটি ফ্ল্যাট ভাড়া দিলেন তিনি, মাসিক দেড় লক্ষ টাকায়।ফ্ল্যাটটি ভাড়া দিয়েছেন মুম্বইয়ের খ্যাতনামা পোশাকশিল্পী কশিশ হন্সকে।
তিন বছরের জন্য ভাড়া দিয়েছেন অভিনেত্রী। প্রতি বছর ৫ শতাংশ করে বাড়বে ভাড়া।শোনা যায় সম্প্রতি অভিনেত্রী আরও একটি ফ্ল্যাট কিনেছেন।
বেশ কিছু জটিলতার জন্য ফ্ল্যাট টি এখনো হাতে পাননি তিনি।এবার কি সেটাও ভাড়াতেই দেবেন নাকি নিজে থাকবেন,ফ্ল্যাট টি হাতে পাওয়ার পরই সবটা জানা যাবে।
Discussion about this post