‘কিঁউ কি সাস ভি কভি বহু থি’ ধারাবাহিকের কথা নিশ্চই আপনাদের মনে আছে? এই টেলি সিরিয়ালই বদলে দিয়েছিল বিনোদন জগতের সংজ্ঞা। টেলিভিশনে শুরু হয় এক নতুন জমানা। সেই ‘কিঁউ কি সাস ভি কভি বহু থি’ সিরিয়ালের ‘বহু’ অর্থাৎ তুলসি চরিত্রে অভিনয় করেছিলেন স্মৃতি ইরানি। যা হিন্দি ধারাবাহিকে মাইলফলক হয়ে থেকে গিয়েছে। সেই অভিনেত্রী একসময় হলেন রাজনৈতিক নেত্রী। সেখানেও সমান সফল। এরপর বিজেপির টিকিটে হাই প্রোফাইল আমেঠি লোকসভা কেন্দ্রে দাঁড়িয়ে হারিয়ে দিয়েছিলেন রাহুল গন্ধিকেই। ফলে রাজনীতিবিদ থেকে কেন্দ্রীয় মন্ত্রী। সে এক লম্বা সফর।
সেই স্মৃতি ইরানির সাফল্যের সফর এবার থমকে গেল আমেঠি কেন্দ্রেই। এবার প্রতিপক্ষ অবশ্য রাহুল গন্ধি ছিলেন না। বরং ছিলেন গন্ধি পরিবারের স্নেহধন্য কিশোরীলাল শর্মা। চব্বিশের লোকসভা ভোটে তাঁর কাছেই হোঁচট খেলেন বিদায়ী কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। এরপরেই তিনি তাঁর ইন্সটাগ্রাম পেজে পোস্ট করলেন আবেগঘন এক ভিডিও। আর তাঁর এই ভিডিওতে কমেন্ট দিলেন, ‘কিঁউ কি সাস ভি কভি বহু থি’ ধারাবাহিকে স্মৃতি ইরানির পর্দার মেয়ে কৃষ্ণাতুলসি বা মৌনী রায়।
একতা কাপুরের বিখ্যাত হিন্দি ধারাবাহিক টেলিভিশনের পর্দায় চলেছিল প্রায় ৮ বছর ধরে। সিরিয়ালটি শুরু হয়েছিল ২০০০ সালে, শেষ হয়েছিল ২০০৮ সালে। একতা কাপুরের প্রযোজনায় ‘কিঁউ কি সাস ভি কভি বহু থি’ ধারাবাহিক অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন স্মৃতি ইরানি। এরমাঝে বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছিলেন তিনি। কিন্তু ২০০৮-এর পর আর সেভাবে টেলিভিশন সিরিয়ালে দেখা যায়নি স্মৃতি ইরানিকে। ‘কিঁউ কি সাস ভি কভি বহু থি’ ধারাবাহিকে স্মৃতি ইরানির মেয়ের চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রী মৌনী রায়কে। ফলে তাঁর সঙ্গে স্মৃতি ইরানির একটা জমজমাট সম্পর্ক তৈরি হয়েছিল। যা আজও অটুট রয়েছে। ২০২৪ লোকসভা ভোটে আমেঠি থেকে হারের পর কার্যত ভেঙে পড়েছেন স্মৃতি। তবুও তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করলেন আমেঠির জনগণ এবং বিজেপির কর্মকর্তাদের জন্য। তাঁদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় স্মৃতির সেই ভিডিওয় কমেন্ট দিলেন তাঁর পর্দার মেয়ে মৌনী রায়। তিনি লেখেন, “আমি সব সময় তোমার পাশে আছি”। এই কমেন্ট আলাদা করে নজর কেড়েছে নেটিজেনদের।
Discussion about this post