থালাইভার বায়োপিক আসতে চলেছে।কিংবদন্তী অভিনেতা রজনীকান্ত।তার অভিনয় জগতে আসা,প্রথম জীবনের স্ট্রাগল সবটাই বড়ো পর্দায় তুলে ধরা হবে।এই বায়োপিকের প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। কিছুদিন আগেই শোনা যাচ্ছিল যে রজনীকান্তের সঙ্গে কাজ করতে চলেছেন প্রযোজক।এবার জানা গেল কি সেই কাজ!
সম্প্রতি অভিনেতা রজনীকান্তের একটি বায়োপিক তৈরি করার জন্য রজনীকান্ত ও তাঁর পরিবারের কাছ থেকে স্বত্ব পেয়েছেন সাজিদ নাদিয়াদওয়ালা।আর এই খবর পেয়ে অত্যন্ত খুশি রজনীকান্ত ভক্তরা বাস কন্ডাক্টরি থেকে বড়ো পর্দায় কিভাবে আসলেন থালাইভা সেই গল্পই বলবে এই বায়োপিক। একজন সাধারণ মানুষ থেকে সুপারস্টার হয়ে ওঠার যে যাত্রাপথ খুব কঠিন ছিল।নিঃসন্দেহে এই গল্প সকলকে অনুপ্রাণিত করবে।এই কাজে লেগে পড়েছেন প্রয়োজক সাজিদ নাদিওয়ালা।
ইতিমধ্যেই চুক্তি স্বাক্ষর করিয়েছেন রজনীকান্তের সঙ্গে। রজনীকান্ত নিজেও এই বড় প্রকল্পের সঙ্গে যুক্ত।রজনীকান্তের জীবনের খুঁটিনাটি তথ্য উদ্ঘাটন করছেন সাজিদ। স্টোরিলাইন তৈরির জন্য বিগত এক মাস ধরেই প্রযোজক রজনীকান্ত ও তাঁর পরিবারের সঙ্গে কথা বলছেন।আগামী ২০২৫ এ ছবির শ্যুটিংয়ের কাজ শুরু হবে বলে জানা গিয়েছে।এখন প্রি-প্রোডাকশানের কাজ চলছে।কোন কোন অভিনেতা থাকবেন ছবিতে,তার কাস্ট চলছে। রজনীকান্তের বায়োপিক আসার খবরে এখন থেকেই অনুরাগীদের মধ্যে উত্তেজনার ঝড়।
Discussion about this post