ফের হাসপাতালে ভর্তি সন্ধ্যা রায়। দক্ষিণ কলকাতার এক হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিনেত্রীকে, খবর সূত্রের। ৭৯ বছর বয়সী সন্ধ্যা রায়ের কী হয়েছে? আচমকা বুকে সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী সন্ধ্যা রায়। জানা গেছে, সোমবার সকাল থেকে বর্ষীয়ান এই অভিনেত্রীর বুকে একটু অস্বস্তি হতে শুরু করে। সঙ্গে সঙ্গে তাঁকে ভর্তি করা হয় কলকাতার এক বেসরকারি হাসপাতালে।
সন্ধ্যা রায়ের সহকারী এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আপাতত কয়েক দিন হাসপাতালে ভর্তি থাকতে হবে ৭৯ বছর বয়সি সন্ধ্যাকে। তাঁর ঠিক কী হয়েছে, তা এখনও জানা যায়নি। সমস্ত পরীক্ষানিরীক্ষা করা হচ্ছে। তবে তাঁর সঙ্গে কাউকে কথা বলতে দেওয়া হচ্ছে না। কী সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি তিনি? সহকারীর কথায়, ‘‘আচমকাই বুকে অস্বস্তি শুরু হয়। জানার সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসি ওঁকে। চিকিৎসকেরা জানিয়েছেন, কী হয়েছে এখনই বলা যাচ্ছে না। চিকিৎসার কারণে আপাতত দিন কয়েক তাঁকে ভর্তি থাকতে হতে পারে।’’ উল্লেখ্য, সত্তরের দশকে তাঁর অভিনীত বেশিরভাগ বাংলা সিনেমাতেই তাঁর নায়ক হয়েছিলেন অভিনেতা অনুপ কুমার। ১৯৬১ সালে জুটি বেঁধে তাঁদের অভিনীত প্রথম সিনেমা ছিল অরবিন্দ মুখোপাধ্যায় পরিচালিত ‘আহ্বান’।
এরপরেও একের পর এক সুপারহিট সিনেমায় অভিনয় করেছেন তাঁরা। যার মধ্যে অন্যতম ‘ঠগিনী’, ‘জীবন কাহিনী’, ‘আলোর পিপাসা’, ‘হাই হিল’, ‘পলাতক’ ইত্যাদি। এছাড়াও জুটি বাঁধতে দেখা না গেলেও তরুন মজুমদার পরিচালিত,’দাদার কীর্তি’, ‘শ্রীমান পৃথ্বীরাজ’, কিম্বা ‘ফুলেশ্বরী’র মতো সিনেমা গুলি আজও চোখে লেগে রয়েছে বাংলা সিনেমা প্রেমীদের। তবে এই অভিনেত্রীকে বর্তমানে আর দেখা যায় না বাংলা সিনেমায়। সিনেমার পাশপাশি অভিনেত্রীকে দেখা গিয়েছিল রাজনীতির ময়দানেও। ২০১৪ সালে রাজ্যের শাসক দল তৃণমূলের সাংসদ প্রার্থী হিসেবে লোকসভা নির্বাচনের লড়েছিলেন। সে বছর বিপুল ভোটে জয়ী হয়ে দিল্লির সংসদ ভবনেও পা রেখেছিলেন সন্ধ্যা রায়।
Discussion about this post