আবারো মহা বিপদ নেমে এল শিল্পা সেটি ও রাজ কুন্দ্রার পরিবারে।2021 সালে হাজতবাস হয়েছিল শিল্পার স্বামী রাজ কুন্দ্রার,পর্নকান্ডে জড়িয়েছিল রাজের নাম।সেই বিপর্যয় কাটিয়ে উঠতে না উঠতেই আবার এক মহা সমস্যার সম্মুখীন শিল্পা রাজ।৯৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে শিল্পা সেটি ও রাজ কুন্দ্রার।এত টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার পর এখন কি অবস্থা শিল্পার!জানতে উদগ্রীব শিল্পার অনুরাগীরা।
বৃহস্পতিবার অভিনেত্রী ও তাঁর স্বামী রাজ কুন্দ্রার প্রায় ৯৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি। আর্থিক তছরুপ প্রতিরোধ আইন বা পিএমএলএ অ্যাক্ট ২০০২-এর অধীনে একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।সম্পত্তির তালিকায় রয়েছে পুণেতে রাজ কুন্দ্রার বাংলো, শিল্পা শেট্টির জুহুর ফ্ল্যাট।এর পাশাপাশি রাজ কুন্দ্রার নামে থাকা ইক্যুইটি শেয়ারও বাজেয়াপ্ত।২০২১ সালে পর্নকাণ্ডে নাম জড়ায় অভিনেত্রীর স্বামী রাজ কুন্দ্রার।লম্বা সময় হাজতবাস হয় রাজের।তারপর জামিনে ছাড়া পেয়ে যান রাজ।আবারো স্বাভাবিক জীবনে ফিরে আসেন তারা।কিছু দিনআগে রাজ তাঁর জেলবন্দি জীবনের কাহিনি তুলে ধরেছিলেন বড় পর্দায়।এর মধ্যেই আবারো এক বিপর্যয় নেমে এলো তাদের সংসারে।
এই ঘটনার পর উদ্বিগ্ন ছিল শিল্পার অনুরাগীরা।পাশাপাশি কৌতূহল ছিল জানার।এই আর্থিক বিপর্যয়ে কেমন আছেন শিল্পা? অবশেষে নীরবতা ভাঙলেন অভিনেত্রী।সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে মুখ খুলেছেন শিল্পা। শিল্পা ইনস্টাগ্রামে একটি পোস্ট করে লেখেন, ‘‘অসম্মানের সময় বিচলিত না হয়ে শান্ত হতে শেখো।’’ তারপর অন্য একটি পোস্টে সাঁইবাবার ছবি দিয়ে লেখেন, ‘‘শরণাপন্ন করে দাও।’’ অর্থাৎ কঠিন সময় নিজেকে শান্ত রেখে পরিস্থিতি সামলানোর বার্তাই দিয়েছেন অভিনেত্রী।
Discussion about this post