এখনো বিয়ে করেননি সোনাক্ষী সিনহা।বিয়ে হয়নি বলে আক্ষেপের সুর অভিনেত্রীর গলায়।বলিউড অভিনেত্রী এখন প্রচারে ব্যস্ত।কারণ সঞ্জয় লীলা ভন্সালী পরিচালিত ওয়েব সিরিজ হীরামন্ডিতে অভিনয় করেছেন তিনি।তার নতুন লুক রীতিমতো তাক লাগিয়েছে দর্শককে।
এই সিরিজে সনাক্ষী সিনহার পাশাপাশি রয়েছেন, রিচা চড্ডা, মনীষা কৈরালা, অদিতি রাও হায়দারি, সঞ্জিদা শেখ ও শরমিন সেগাল সম্প্রতি কপিল শর্মার শো-তে ‘হীরামন্ডি’র জন্য হাজির হয়েছিলেন সোনাক্ষী সিনহা, রিচা চড্ডা, মনীষা কৈরালা, অদিতি রাও হায়দারি, সঞ্জিদা শেখ ও শরমিন সেগাল।আড্ডার মাঝেই বিয়ের প্রসঙ্গ ওঠে।বলিউডে যেখানে একের পর এক বিয়ে হচ্ছে,এখনো অবিবাহিত সোনাক্ষী।আক্ষেপ প্রকাশ করেছেন অভিনেত্রী। কপিলই বিয়ে প্রসঙ্গে কথা তোলেন।বলিউড এর সদ্য বিবাহিত নায়িকাদের নাম মনে করাতে থাকে কপিল।এর উত্তরে সোনাক্ষী বলেন, ‘‘কেন কাটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছেন?’’ উল্লেখ্য, সোনাক্ষী সিনহা অভিনেতা জাহির ইকবালের সঙ্গে প্রেম করছেন। জল্পনা চলছে,খুব দ্রুতই বিয়ে করবেন সোনাক্ষী ও জাহির। এদিকে সহকর্মীদের একের পর এক বিয়ে হয়ে যাচ্ছে দেখে বিয়ের পিঁড়িতে বসার ইচ্ছা জেগেছে তার মনে। দেখা যাক জাহিরকে কবে বিয়ে করেন সোনাক্ষী।তাকে বিয়ের সাজে দেখতে উদগ্রীব অনুগারীরাও।
Discussion about this post