গরমে ঠান্ডা বিয়ারে গলা ভেজানোর চেয়ে সেই বিয়ারে চুল ভেজান।শুনে অবাক লাগছে নিশ্চই।বিয়ার আপনার নামাদামি শ্যাম্পুকে হার মানবে।
বিয়ার পানীয় হিসাবে বেশ জনপ্রিয়।তীব্র গরমে চিল্ড বিয়ারে চুমুক দিয়ে কেউ গলা ভেজায়।আবার কেউ কেউ বৃষ্টিভেজা সন্ধ্যা উপভোগ করতে বিয়ার খান।কিন্তু বিয়ার খাওয়ার থেকে চুলে ব্যবহার করলে বেশি ভালো।জানেন চুলকে ভালো রাখতে বিয়ার কত উপকারী?
সুন্দর ও তরতাজা চুল পেতে চাইলে নিয়মিত বিয়ার ব্যবহার করুন।কি কি উপায় বিয়ার চুলে ব্যবহার করবেন জেনে নিন আজকের প্রতিবেদনে।
কন্ডিশনিং: শ্যাম্পু করার পর আমরা চুলে কন্ডিনশনার ব্যবহার করি।চুলকে আরো কোমল করে তোলে কন্ডিশনার।বাজার থেকে কন্ডিশনার না কিনে সেই জায়গায় বিয়ার ব্যবহার করুন।শ্যাম্পু করার পর এক গ্লাস বিয়ার চুলে ঢেলে দিন।কিছুক্ষন রেখে ধুয়ে নিন।তরতাজা আর কোমল চুল হবে।
হেয়ার মাস্ক: আমরা চুলের যত্নে নানান ব্র্যান্ড এর হেয়ার মাস্ক ব্যবহার করি।শেখানেও বিয়ার ব্যবহার করতে পারেন।কাঁচা ডিম ও এক কাপ বিয়ার একসঙ্গে মিশিয়ে চুলে মেখে নিন।30 মিনিট রেখে শ্যাম্পু করে নিন।এই মাস্ক সপ্তাহে একবার লাগালে আপনার চুল হবে উজ্জ্বল।
এর পাশাপাশি কলা ও মধুর সঙ্গে বিয়ার মিশিয়ে হেয়ার মাস্ক বানিয়ে ব্যবহার করতে পারেন।এই মাস্ক শুষ্ক চুলের জন্য বেশ কার্যকরী।চুলে আদ্রতা যোগাবে।চুল হবে কোমল ও নরম।
তেল মালিশ: কথায় আছে ‘তেলে চুল তাজা’।নিয়মিত চুলে তেল মালিশ করলে চুলের গোড়া শক্ত হয়।চুল হয় মজবুত ও কোমল।তেলের সঙ্গে বিয়ার মিশিয়ে চুলে লাগিয়ে রাখুন 20-30 মিনিট।এরপর শ্যাম্পু করে চুল ধুয়ে নিন।এই তেল চুলের জেল্লা আরো বাড়িয়ে তুলবে।
Discussion about this post