গ্রীষ্মের প্রবল দাবদাহের পর সোমবার সন্ধ্যায় ভিজেছিল রাজ্য। স্বস্তির বৃষ্টি নেমেছিল গোটা রাজ্য জুড়ে। বহু সেই বহু প্রতীক্ষিত ঝড়-বৃষ্টি সকলের জন্য সুখবর হয়নি। ব্যাপক ঝড় বৃষ্টি, বজ্রপাতের জেরে গতকাল একাধিক মৃত্যুর খবর পাওয়া গিয়েছে গোটা রাজ্য জুড়ে। কোথাও গাছ ভেঙে পড়ে, কোথাও বজ্রবিদ্যুতে। এই ঘটনায় মৃতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রী তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে মৃতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেন। পাশাপাশি আর্থিক সাহায্যেরও প্রতিশ্রুতি দেন তৃণমূল সুপ্রিমো।
মুখ্যমন্ত্রী লেখেন, ‘গতরাতে ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের জেরে ৯ জনের মৃত্যুর ঘটনায় আমি দুঃখিত। বজ্রপাতের জেরে পূর্ব বর্ধমানে ৫ জন মারা গিয়েছেন। পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়ায় বজ্রপাত প্রাণ কাড়ে ২ জনের। নদিয়ায় দেওয়াল ভেঙে মৃত্যু হয় ২ জনের। পাশাপাশি গাছ ভেঙে পড়ে দক্ষিণ ২৪ পরগনায় মৃত্যু হয় একজনের। আমাদের জেলা প্রশাসন সব জায়গায় সারা রাত ধরে দুর্যোগ মোকাবিলায় কাজ করেছেন। গাইড লাইন মেনে প্রশাসনের তরফে ত্রাণ ও সমস্ত রকম সাহায্যের ব্যবস্থা করা হবে। দুর্যোগের জেরে যে ১২ টি পরিবার তাঁদের পরিজনকে হারিয়েছেন, সেই স্বজনহারা পরিবারের প্রতি আমার সমবেদনা।’ তীব্র দাবদহে বিগত কয়েকদিন ধরে জ্বলছিল গোটা শহর। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, মঙ্গলবারও রাজ্যের ১১ জেলায় প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত বৃষ্টি সম্ভাবনা রয়েছে শহরতলিতে।
Discussion about this post