সারাদেশ জুড়ে সপ্তম দফা লোকসভা নির্বাচন শুরু হয়েছে । ইতিমধ্যেই দুই দফা নির্বাচন শেষ। এবার তৃতীয় দফার নির্বাচনের আগে ফের বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর আগে বহুবার বঙ্গে নির্বাচনী সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একাধারে সভা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিভিন্ন কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বরা। এবার তৃতীয় দফা নির্বাচনের আগে ফির একবার বঙ্গ সফরে প্রধানমন্ত্রী। আগামী শুক্রবার অর্থাৎ ৩ মে বঙ্গে তিনটি জনসভা করবেন মোদি। কৃষ্ণনগর, পূর্ব বর্ধমান, বোলপুরে জনসভা রয়েছে প্রধানমন্ত্রী। মোদির সফরের আগে কলকাতা পুলিশের তরফে যান নিয়ন্ত্রণের বন্দোবস্ত করা হয়েছে।কলকাতা পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪০ থেকে রাত ১১টা পর্যন্ত এবং তার পরদিন সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত ভারি গাড়ি কলকাতায় ঢোকায় নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা পুলিশ। বৃহস্পতিবার এবং শুক্রবার দুইদিন যাবত কলকাতা জুড়ে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করতে চলেছে কলকাতা পুলিশ। বৃহস্পতিবার থেকে যান নিয়ন্ত্রণ করা হবে উল্টোডাঙা ফ্লাইওভার, ইএম বাইপাস, মা উড়ালপুল, এজেসি বোস উড়ালপুল, হসপিটাল রোড, লাভার্স লেন, খিদিরপুর রোড, জেনসন অ্যান্ড নিকোলসন আইল্যান্ড, রেড রোড, আর আর অ্যাভিনিউ, রাজভবনের দক্ষিন দ্বার। তার পরেরদিন অর্থাৎ শুক্রবার রাজভবনের দক্ষিণ দ্বার , আর আর অ্যাভিনিউ, রেড রোড, জেনসন অ্যান্ড নিকোলসন আইল্যান্ড, খিদিরপুর রোড এবং ১১ ফারলং গেটে যান নিয়ন্ত্রণ করা হবে।
গত বছরের ৯ আগস্ট, সেই অভিসপ্ত দিনে কলকাতার নামী মেডিকেল কলেজের সেমিনার রুমে পাওয়া গেল কর্তব্যরত এক মহিলা চিকিৎসকের দেহ।...
Read more
Discussion about this post