সম্প্রতি রাজ্যপালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন রাজভবনের এক মহিলা অস্থায়ী কর্মী। যৌন হেনস্তার অভিযোগ তুলে রাজ্যপালের বিরুদ্ধে সরব হয়েছেন নির্যাতিতা। প্রথমে হেয়ার স্ট্রিট থানায় গিয়ে অভিযোগ, তারপর সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে লালবাজার। তবে এই ঘটনার কোন লিখিত অভিযোগ দায়ের করেন নি পুলিশ। এরপরই বোসের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে তৃণমূল। সিসিটিভি ফুটেজ সামনে আনার চ্যালেঞ্জও জানানো হয়েছে শাসক দলের তরফে।
এরই মধ্যে এক বড় সিদ্ধান্ত নিল রাজভবন। বুধবার রাজভবনের তরফে বিবৃতি দিয়ে ঘোষণা করা হয়েছে, বৃহস্পতিবার যে কোনও সাধারণ মানুষ ওই ফুটেজ দেখতে পারবেন।তবে কোন ফুটেজ, তা স্পষ্টভাবে উল্লেখ হয়নি। এই উদ্যোগের নামকরণ করা হয়েছে ‘সাচ কে সামনে’। যারা ওই সিসিটিভি ফুটেজ দেখতে চান, তাদের জন্য দুটি মেল আইডি দিয়েছে রাজভবন। সেগুলি হল, adcrajbhavankolkata@gmail.com এবং governor-wb@nic.in।একটি নম্বরও দেওয়া হয়েছে। সেটি হল ০৩৩-২২০০১৬৪১। যে ব্যক্তি ফুটেজ দেখতে চান তাকে এই মেল আইডিতে তার পুরো পরিচয় জানাতে হবে। পাশাপাশি রাজভবনের দেওয়া মোবাইল নম্বরেও নাম নথিভুক্ত করতে পারেন সেই ব্যক্তি। প্রথম ১০০ জনকে রাজভবনের ভিতরে ওই ফুটেজ দেখার সুযোগ দেওয়া হবে। আজ সকাল সাড়ে ১১টায় রাজভবনে ওই সিসিটিভি ফুটেজ দেখানো হয়। একই সঙ্গে নোটিসে উল্লেখ করা হয়েছিল, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য পুলিশের কোনও সদস্য ওই ফুটেজ দেখতে পারবেন না।
Discussion about this post