ঘোষণা মতই গত ২ তারিখের রাজভবনের সিসিটিভি ফুটেজ দেখানো হলো। রাজ্যপালের নির্দেশেই রাজভবনের সিসিটিভি ফুটেজ দেখানো হয়েছে। তবে, সেই ভিডিও ফুটেজে বিশেষ কিছু পাওয়া যায়নি। মূলত, রাজভবনের উত্তর গেটের ভিডিও ফুটেজ দেখানো হয়েছে। যেখানে সেদিনকার ‘ঘটনা বা অভিযোগে’র বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি। তবে, অভিযোগকারীর পুলিশ আউট পোস্টে আসা যাওয়া ও ওসির ঘরে ঢোকা, বাইরে বের হওয়ার ছবি ধরা পড়েছে। ২ তারিখ বিকেল ৫ টা ৩৩ মিনিট নাগাদ ওই অভিযোগকারীকে দেখা গিয়েছে। আর গোটা ফুটেজে পুলিশে পুলিশে ছয়লাপ ছিল। একই সঙ্গে আম্বুলেন্স, দমকলের গাড়ি দেখা গিয়েছে। তবে, অভিযোগকারীর বাইরে বের হওয়ার ছবি দেখা যায়নি। তিনটি ক্লিপে প্রায় ১ ঘন্টা ২০ মিনিটের সিসিটিভি ফুটেজ দেখানো হয়। সিসিটিভি ফুটেজের একটা কপি সংবাদমাধ্যমকেও দেওয়া হয়। মূলত ,এই ‘‘সাচ কে সামনে’ বা ‘সত্যের মুখোমুখি হওয়া’ কর্মসূচির মাধ্যমে রাজ্যপাল নিজেকে ‘নির্দোষ’ প্রমানিত করতে চাইলেন। কিন্তু, প্রশ্ন থেকে যাচ্ছেই। কারণ, রাজভবনে রাজ্যপালের কক্ষে বা উপরের বারান্দা বা গলিতে কোনও প্রকার ক্যামেরা নেই বলেই সূত্রের খবর। ফলে, সেখানকার ছবি দেখা যায়নি।
সম্প্রতি রাজ্যপালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন রাজভবনের এক মহিলা অস্থায়ী কর্মী। যৌন হেনস্তার অভিযোগ তুলে রাজ্যপালের বিরুদ্ধে সরব হয়েছেন নির্যাতিতা। প্রথমে হেয়ার স্ট্রিট থানায় গিয়ে অভিযোগ, তারপর সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে লালবাজার। তবে এই ঘটনার কোন লিখিত অভিযোগ দায়ের করেননি পুলিশ। এরপরই বোসের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে তৃণমূল। সিসিটিভি ফুটেজ সামনে আনার চ্যালেঞ্জও জানানো হয়েছে শাসক দলের তরফে। এরই মধ্যে এক বড় সিদ্ধান্ত নিল রাজভবন। বুধবার রাজভবনের তরফে বিবৃতি দিয়ে ঘোষণা করা হয়েছে, বৃহস্পতিবার যে কোনও সাধারণ মানুষ ওই ফুটেজ দেখতে পারবেন।
Discussion about this post