দিল্লির অশান্তির আঁচ কলকাতায়। একদিকে দিল্লিতে হেনস্তা হতে হচ্ছে তৃণমূল নেতৃত্বকে। অন্যদিকে দলীয় সাংসদদের ‘হেনস্তা’ নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে অভিযোগ জানালো তৃণমূল। তাঁদের অভিযোগ শুনে আজই বিষয়টি ‘টেক আপ’ করবেন বলে কথা দিয়েছেন রাজ্যপাল। তৃণমূলের সর্বভারতীয় সভাপতির কথায়, “রাজ্যপাল কথা দিয়েছেন, আজকের মধ্যে বিষয়টি কমিশনের কাছে ‘টেকআপ’ করবেন। উনি বলেছেন, আপনারা যেটা বলছেন সেটা ঠিক। বিষয়টি টেক আপের পরই ইমেল মারফত আমাদের জানাবেন।” অভিষেক আরও বলেন, “প্রয়োজনে আমরা মঙ্গলবার আবার আসব। তখনই পরবর্তী পদক্ষেপ ঠিক করব।” তিনি আরও বলেন, “রাজ্যপাল সংবিধানের ধারক ও বাহক, বারবার নিজেকে গণতন্ত্রের রক্ষাকর্তা হিসেবে উল্লেখ করেন। এটা গণতন্ত্রের নমুনা নয়। রাজ্যপালকে অনুরোধ করেছি, দিল্লিতে যা হয়েছে অত্যন্ত নিন্দনীয়। শুধু কমিশনের কাছে হেনস্তার বিষয়টি নিয়ে নয়, অভিষেক জলপাইগুড়ি ইস্যুটিও রাজ্যপালের কাছে তুলে ধরেন। টর্নেডোয় ক্ষতিগ্রস্ত মানুষের বাড়ি তৈরির টাকা দেওয়ার অনুমতি দেয়নি কমিশন। এদিন এই বিষয়টিও জাতীয় নির্বাচন কমিশনে জানিয়েছিল তৃণমূল সাংসদরা। কেন টাকা ছাড়ছে না কমিশন, তাও জানতে চাওয়ার অনুরোধ করেছেন অভিষেক। কালকের মধ্যে এটি নিয়ে পদক্ষেপ করবেন বলে জানিয়েছেন রাজ্যপাল, দাবি অভিষেকের। এদিন এনআইএ-র ডিরেক্টর, এসপি বদলের দাবি নিয়েও সরব হন অভিষেক। একইসঙ্গে তাঁর চ্যালেঞ্জ, “বিজেপির একুশের চেয়েও খারাপ পরিণতি হবে বাংলায়।
দীর্ঘ চার বছর বিচার প্রক্রিয়া শেষে পর্নোগ্রাফি কাণ্ডে দোষী সাব্যস্ত হলো বাংলার ছয় অভিযুক্ত। মহিলাদের মাদক খাইয়ে পর্নোগ্রাফি কাণ্ডে বাংলার...
Read more
Discussion about this post