একদিকে ভোট অন্যদিকে তাপপ্রবাহ। দুয়ে মিলে রাজ্যে উর্দ্ধমুখী তাপমাত্রার পারদ। এই আবহেই সরকরি স্কুল ও সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলগুলিতে বাড়ল গরমের ছুটির মেয়াদ। তবে গরমের জন্য নয়, ছুটি বাড়লো ভোটের জন্য। ৬ মে থেকে ২ জুন পর্যন্ত টানা ২২ দিন থাকবে গরমের ছুটি। প্রতি বছর ৯ই মে থেকে ২০ শে মে পর্যন্ত গরমের ছুটি থাকে স্কুলগুলিতে। এবার তা বাড়িয়ে দেওয়া হল ভোটের জন্য। ৬ই মে থেকে রাজ্যে গরমের ছুটি পড়ছে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে। সোমবার এমনই বিজ্ঞপ্তি জারি করে ছুটির দিন ঘোষণা করলো মধ্য শিক্ষা পর্ষদ ও প্রাথমিক শিক্ষা পর্ষদ।
১৯ এপ্রিল থেকে রাজ্যে শুরু হতে চলেছে লোকসভা নির্বাচন। প্রথম দফায় নির্বাচন হতে চলেছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে। সেই কথা মাথায় রেখে ১৬ এপ্রিল থেকে ২০ শে এপ্রিল পর্যন্ত ৩ জেলায় ছুটি দেওয়া হয়েছে সরকারি স্কুলগুলিকে। পাশাপাশি ২৬ শে এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন রয়েছে দার্জিলিং, কালিম্পং, দুই দিনাজপুরে। তাই ২৪ থেকে ২৭ শে এপ্রিল ছুটি দেওয়া হয়েছে এই জেলার সরকারি স্কুলগুলিতে। এই তীব্র দাবদাহের মধ্যে গরমের ছুটি এগিয়ে আসায়, ছাত্রছাত্রী থেকে শিক্ষক-শিক্ষিকা সকলেই একটু হলেও স্বস্তি যে পাবেন , তা বলাই যায়।
চাকরিহারাদের আশ্বাস পূর্ণ করতে ব্যর্থ এসএসসি। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর দেওয়া সময়সীমা পেরিয়ে যাবার পরও যোগ্যদের তালিকা প্রকাশ করলো না এসএসসি।...
Read more
Discussion about this post