এবার ঘরে বা অফিসে বসেই মেট্রোর টিকিট কাটা সহজ হয়ে গেল। কলকাতা মেট্রোর একটি মোবাইল অ্যাপ আগেই ছিল। সম্প্রতি সেই অ্যাপ আরও আপডেট করা হয়েছে। যেখান থেকে আপনি মেট্রোর আগাম টিকিট বা কাগজের টোকেন কিনে নিতে পারবেন। আগে এই সুবিধা ছিল না, আগে এই অ্যাপ থেকে শুধু স্মার্টকার্ড রিচার্জ করা যেত। পাশাপাশি এই অ্যাপে এখন কলকাতার সমস্ত চালু মেট্রো লাইনে ট্রেনের সময়সারণী দেখে নিতে পারবেন, ম্যাপ ব্যবহার করে কোন স্টেশনে নামলে আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন তাও দেখে নিতে পারবেন ঘরে বসে। ফলে আগাম পরিকল্পনা করে ঠাকুর দেখাই হোক, বা পুজোর কেনাকাটা করতে যাওয়া। দারুণ সুবিধা নিয়ে আসল কলকাতা মেট্রো।
বর্তমানে কলকাতা মেট্রোয় তিনটি লাইন চালু আছে। ব্লু লাইন অর্থাৎ নর্থ-সাউথ লাইন। যা দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাতায়াত করা যায়। অন্যদিকে গ্রীন লাইন বা ইস্ট-ওয়েস্ট মেট্রো দুটি অংশে চালু হয়েছে। এছাড়া মেট্রো লাইন ৬ বা অরেঞ্জ লাইনের কিছু অংশেও মেট্রো পরিষেবা চালু হয়েছে রুবী থেকে নিউ গড়িয়া পর্যন্ত। এখন দেখে নিন কিভাবে ঘরে বা অফিসে বসে কলকাতা মেট্রো রাইড অ্যাপ থেকে টিকিট কাটবেন।
যদি আপনার মোবাইলে কলকাতা মেট্রো রাইড অ্যাপ ডাউনলোড না থাকে তাহলে জলদি তা করে নিন। এই অ্যাপে গিয়ে বুক টিকিট অপশনে ক্লিক করুন। এবার কোথা থেকে কোথায় টিকিট কাটতে চান সেই স্টেশনের নাম লিখুন। সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে ভাড়া-সহ যাবতীয় তথ্য চলে আসবে। এবার বুক টিকিট অপশনে আবার ক্লিক করতে হবে। তারপর পেমেন্ট অপশনে গিয়ে আপনাকে বাছতে হবে আপনি কিভাবে টাকা মেটাবেন। নেট ব্যাঙ্কিং, ডেবিটি বা ক্রেডিট কার্ড এবং ইউপিআই অপশন থেকে যে কোনও একটা বেছে নিয়ে টাকা পেমেন্ট করুন। সাথে সাথে আপনার মোবাইলে চলে আসবে টিকিটের কিউআর কোড। যা স্টেশনে ঢোকার স্মার্ট গেটগুলিতে দেখালেই গেট খুলে যাবে। পেপারলেস যে কিউআর কোড আপনি পাবেন সেটি টিকিট কাটার সময় থেকে ১২ ঘণ্টা পর্যন্ত ভ্যালিড থাকবে। ফলে এবার নির্ঝজ্ঝাটে আপনি মেট্রোয় সফর করতে পারবেন।
Discussion about this post