আগামী বছর ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ই মার্চ পর্যন্ত পাকিস্তান আয়োজন করেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ৫০ ওভারের টুর্নামেন্টের শেষ বার হয়েছিল ২০১৭ সালে ।সেবার চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। চার বছর অন্তর এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আট বছর পর আইসিসির পরিচালনায় ফিরছে এই মেগা টুর্নামেন্ট। অনেকে মিনি বিশ্বকাপও বলে থাকেন। প্রায় এক মাস আলোচনার পর বিসিসিআই এবং পিসিবি দুই বোর্ড মাঝামাঝি অবস্থানে আসতে পেরেছে। পিসিবি চেয়েছে যে, আগামী তিন বছর আইসিসির সকল ইভেন্টে ভারত- পাকিস্তান নিরপেক্ষ মাঠে খেলবে ।পাকিস্তান অগ্রাধিকার দিতে বলেছে দুবাইকে। মনে করা হচ্ছে যে পি সি বির আবদার আইসিসি- বিসিসিআই মেনে নেবে। ২০১৭ সালে ভারত ফাইনালে উঠেও ট্রফি হাতছাড়া করেছিল। স্বাভাবিকভাবেই রোহিতরা চাইবেন এবার কোন ফাঁক না রাখতে ।সেরা সেরা দলই পাঠাবে বিসিসিআই ।মনে করা হচ্ছে যে ওডিআই বিশ্বকাপের দলটাই ভারত ধরে রাখতে চলেছে ।এখনই বলে দেওয়া যায় যে রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি ,ঋষভ পন্থ ও হার্দিক পান্ডিয়ার সিট কনফার্মড। বাকি স্লটের লড়াইয়ে আগামী প্রজন্মের ক্রিকেটাররা ।দলে ঢোকার লড়াইয়ে নিশ্চিতভাবে রয়েছেন যশোস্বী জয়সাওয়াল, সঞ্জু স্যামসাং ,তিলক বর্মা। কে এল রাহুল ও শ্রেয়াস আইয়ার ছিলেন ওডিআই বিশ্বকাপের দলে। তবে এই দুই ক্রিকেটার কে মার্কি ইভেন্টে ভাবা হবে না বলেই মনে করা হচ্ছে। বোলিং ডিপার্টমেন্টেও প্রায় নিশ্চিত ।অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর সামলাবেন ভারতের স্পিন বিভাগ। চার পেসারও প্রায় নিশ্চিত ।তারা জশপ্রীত বুমরা ,মহম্দদ শামি ,মহম্দদ সিরাজ এবং হর্ষিত রানা ।দল হতে চলেছে-রোহিত শর্মা (অধিনায়ক) শুভমন গিল, বিরাট কোহলি,হার্দিক পান্ডিয়া, যশোস্বী জয়সওয়াল, তিলক ভার্মা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, জশপ্রীত বুমরা,মহম্দদ শামি, মহাম্মদ সিরাজ এবং হর্ষিত রানা।
গত ১৭ নভেম্বর হাসিনার দোষী সাব্যস্ত হওয়া এবং সাজা ঘোষণার পরপরই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাকে বাংলাদেশে প্রত্যর্পণের জন্য বেশ জোরালো...
Read more












Discussion about this post