বৃহস্পতিবার বেশ কিছু রাশির জাতক জাতিকার জীবনে মহাকাশের গ্রহ নক্ষত্রের প্রভাব খুবই উল্লেখযোগ্য। জ্যোতিষশাস্ত্র মতে, এদিন মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে শুক্র। যার ফলে শুভ প্রভাব পড়তে চলেছে তিন রাশির জাতক জাতিকার ভাগ্যে। অন্যদিকে, এদিন সিংহ রাশিতে বিচরণ করবে চন্দ্র। তাই এদিন মঘা ও পূর্ব ফাল্গুনি নক্ষত্রের প্রভাবের সঙ্গে থাকবে ধ্রুব যোগ ও শশ রাজযোগের প্রভাবও। যার ফলে এই প্রভাব বিস্তারকারী রাশিগুলির জাতক জাতিকার ব্যবসা ও লেখাপড়ার কেরিয়ারে উন্নতি হবে প্রবল। এক জলকে দেখে নেওয়া যাক, কোনও কোনও রাশির জাতক জাতিকার জীবনে এর প্রভাব পড়তে চলেছে।
মেষ রাশি..
এই রাশির জাতক জাতিকার জন্য এই দিনটি মোটেই অনুকূল নয়। কর্মক্ষেত্রে মনোনিবেশ করতে হবে। নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন। বাড়িতে আত্মীয় পরিজনের আগমনে মন আনন্দিত থাকবে। চাকরিজীবীদের ক্ষেত্রে শুভ সংবাদ পাওয়ার সম্ভাবনা।
বৃষ রাশি..
এই রাশির জাতক জাতিকার জন্য এই দিনটি মোটের উপর দিয়ে কাটবে। ব্যবসায় অর্থ ব্যায় নিয়ে হতাশায় থাকবেন। কাউকে অর্থ দেওয়ার আগে ভালো করে ভাবনা চিন্তা করুন। ঘরের নাড়ু গোপালকে মাখন ভোগ দিন। বিপদ থেকে মুক্তি পাবেন। ভ্রমনের যোগ রয়েছে। শুভ সংবাদ পেতে পারেন।
মিথুন রাশি..
এই রাশির জাতক জাতিকার জন্য এই দিনটি শুভ। কর্মক্ষেত্রে সাফল্য অর্জন। ব্যবসা বা অন্য কোনও কাজে অর্থ লগ্নি করতে পারেন। চাকরীজীবীদের সাফল্য আসবে। বেতন বৃদ্ধি ও পদোন্নতি হবে। আইনি সংক্রান্ত মামলায় লাভ হওয়ার সম্ভাবনা। স্ত্রী বা স্বামীর দেওয়া উপহারে আনন্দ।
কর্কট রাশি..
এই রাশির জাতক জাতিকার জন্য এই দিনটি মোটের উপর যাবে। নতুন কাজের সংবাদে মন আনন্দিত। চাকরিতে পদোন্নতি। পরিবারে সময় দিন। কোনও কাজ করার আগে পরিবারের সম্মতি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাবধানে থাকুন, বিপদ এড়িয়ে চলুন। ঈশ্বরের সেবার মনোনিবেশ করুন।
সিংহ রাশি..
এই রাশির জাতক জাতিকার জন্য এই দিনটি মোটেই অনুকূল নয়। কর্মক্ষেত্রে শত্রুদের প্রভাবে মানহানির সম্ভাবনা। আর্থিক দিক মোটের উপর শুভ। শেয়ার বাজারে লগ্নি থাকলে তা নিয়ন্ত্রণে রাখুন। স্বাস্থ্যের দিকে নজর দিন। পরিবারে দাম্পত্য অশান্তিতে চিন্তিত।
তুলা রাশি..
এই রাশির জাতক জাতিকার জন্য এই দিনটিতে মিশ্র প্রভাব পড়বে। পড়ুয়াদের ক্ষেত্রে এই দিনটি অত্যন্ত শুভ। বিদেশে চাকরির যোগ রয়েছে। ঈশ্বর সেবা, দারিদ্রদের সামর্থ মতো দান করুন। স্ত্রীয়ের স্বপ্ন পূরণে মানোসিক শান্তি। কাছাকাছি ভ্রমণে যেতে পারেন।
বৃশ্চিক রাশি..
এই রাশির জাতক জাতিকদের জন্যে এইদিনটি অত্যন্ত শুভ। আয়ের দিক শুভ। গ্যাস, অব্মলের খাবার থেকে এড়িয়ে চলুন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। প্রেমের সম্পর্কে বাঁধা। একের অপরের থেকে দুরত্ব বৃদ্ধিতে মনোমালিন্য। পুরনো কারোর কাছ থেকে টাকা ফেরতের সম্ভাবনা।
মকর রাশি..
বিরল এই যোগের কারণে কর্মজীবনে বড় সাফল্য পেতে চলেছেন। পৈতৃক সম্পত্তি বৃদ্ধির সম্ভাবনা। পড়াশোনার দিকে ছাত্রছাত্রীদের মনোযোগ বৃদ্ধি। কর্মক্ষেত্রে উন্নতির যোগ প্রবল। ভ্রমণের যোগ রয়েছে।
Discussion about this post