আবারও প্রচারে গিয়ে বচসায় জড়ালেন বরানগর বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী সজল ঘোষ। সোমবার রাতে কামারহাটিতে প্রচারে বেরিয়েছিলেন সজল। সেই প্রচারেই স্থানীয় তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়লেন তিনি। এই ঘটনায় রীতিমতো জলপ্না তৈরি হয়েছে। কামারহাটি পুরসভার ১৭ থেকে ২০ নম্বর ওয়ার্ড বরানগর বিধানসভার অন্তর্গত। আর সোমবার রাতে সেই ওয়ার্ডেই প্রচার করতে যান বিজেপি প্রার্থী সজল ঘোষ।
অভিযোগ, দলীয় নেতৃত্বদের সঙ্গে সজল যখন প্রচার করছিলেন, সেই সময় দমদম-ব্যারাকপুর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রানা বিশ্বাস ও তাঁর অনুগামীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। তৃণমূল নেতা রানা সজলকে প্রশ্ন করেন কেন তাঁরা বিজেপিকে ভোট দেবেন? এরপরই দুপক্ষের মধ্যে শুরু হয়ে যায় বচসা। তৃণমূল কর্মীরা সজলের উদ্দেশে স্লোগান তুলতে থাকেন হায় হায় কি হল, সজল ঘোষ পালিয়ে গেল। জানিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে।
প্রসঙ্গত কিছুদিন আগেও প্রচারে বেরিয়ে তৃণমূল নেতৃত্বের সঙ্গে বাক বিতন্ডায় জড়িয়ে ছিলেন বিজেপি প্রার্থী। এই নিয়ে তৃতীয়বার সজল ঘোষ এর প্রচার ঘিরে উত্তেজনার ছবি উঠে এলো। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত বিজেপি নেতার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিন্তু যেটা বোঝা যাচ্ছে বরানগর উপনির্বাচনে সজল ঘোষকে প্রার্থী দেখে যথেষ্ট বিরক্ত স্থানীয় বাসিন্দারা।
Discussion about this post