ফের কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে হুমতি মেল, এই নিয়ে তিনদিনে দু’বার। শনিবারের পর সোমবার সকালেও কলকাতা নেতাজী সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজারের কাছে একটি ইমেল আসে। তাতে বলা হয় বিমানবন্দরে তিনটি বোমা রাখা আছে। সেই সঙ্গে বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকিও ছিল বলে জানা যাচ্ছে। এই খবর জানাজানি হতেই তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানবন্দর চত্বরে। সঙ্গে সঙ্গেই তৎপরতা শুরু হয়ে যায় নিরাপত্তাবাহিনীর। কয়েকগুন বাড়িয়ে দেওয়া হয় যাত্রীদের তল্লাশি। পাশাপাশি ডাকা হয় বোম্ব ডিসপোজাল স্কোয়াড, স্নিফার ডগ, শুরু হয় চিরুনি তল্লাশি। তৎপর হয় বিমানবন্দরের নিরাপত্তার দায়িদ্বে থাকা সিআইএসএফ জওয়ানরাও। সূত্রের খবর, তিনদিনের মধ্যে পরপর দুবার এই ধরণের হুমকি মেল আসাকে রীতিমতো গুরুত্ব দিয়েই বিবেচনা করছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। সোমবার তড়িঘড়ি বৈঠকে বসে চিফ এয়ার স্পেস সেফটি অফিসের আধিকারিকরা, সঙ্গে ছিলেন এয়ার প্যাসেঞ্জার সেফটি বিভাগ, এয়ার ট্রাফিক কন্ট্রোল, সিআইএসএফ, এনএসসিবিআই বিমানবন্দর থানার পুলিশ এবং দমকলের কর্তারাও। সূত্রের খবর, এই মেল কে কোথা থেকে পাঠিয়েছেন তা জানার চেষ্টা চলছে। আপাতত অতি সতর্কতা অবলম্বন করা হচ্ছে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে। ইতিমধ্যেই গোটা ঘটনা লিখিত আকারে স্থানীয় পুলিশ-প্রশাসনকে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তাঁরাও তদন্ত শুরু করেছে।
Discussion about this post