দিন দিন তাপমাত্রা ক্রমশ বাড়ছে।শহরের তাপমাত্রা ৪০ ডিগ্রি থেকে ৪৫ ডিগ্রি অতিক্রম করেছে। আবহাওয়া দফতর সূত্রে খবর , আরো বাড়তে পারে তাপমাত্রা। এই গরমে আমাদের নিজেদের যেমন সুস্থ থাকা প্রয়োজন, তেমনি আমাদের বাড়িতে যে চার পেয়ো পোষ্যটি আছে তার খবর রাখা প্রয়োজন। কারণ তারা কথা বলতে পারেনা। অতএব তাদের নিয়মিত পরিচর্চা করা , সঠিক সময়ে খাবার খাওয়ানো ইত্যাদি ও দেখার দরকার আমাদেরই। অনেক সময় দেখা যায় পোষ্যরা খাবার খাওয়া কমিয়ে দিয়েছে। এমনকি মানুষের মতন ডিহাইড্রেশন এর সমস্যায় ভুগছে। শরীরে জলের পরিমান কমে গেলে মারাত্মক অসুবিধার মুখে পড়তে পারে তারা। অনেক সময় দেখা যায় তীব্র দাবদাহে একটু আরামের জন্য তারা শীততাপ নিয়ন্ত্রিত আশ্রয় নেয়।. এর ফলে নানান সমস্যার মুখে পড়তে হয় তাদেরকে। অনেক সময় বেশিক্ষন এসিতে থাকতে গিয়ে ঠান্ডা লাগা, জ্বর আসার মতন ঘটনা ঘটে। খাদ্যভ্যাসে কি পরিবর্তন করলে এবং কি খাওয়ালে এই গরমেও আয়নার বাড়ির চারপেয়োরা সুস্থ থাকবে?
শসা
শসা ভিটামিন ও মিনারেলে ভরপুর। দই এর সঙ্গে শসা মিশিয়ে তা আপনার পোষ্যদের দিতে পারেন। গরমের সময় শসা পোষ্যদের শরীর ঠান্ডা রাখতে সাহায্য করবে।
দই
দই শরীর ঠান্ডা রাখে। বিশেষ করে টক দই ,এটি ন্যাচারাল প্রোবায়োটিক। এছাড়াও দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড আপনার পোষ্যের পাকস্থলীর জন্যও উপকারি। এই গরমে ভাত বা রুটির সাথে দই মিশিয়ে ওদের খেতে দেওয়া যেতে পারে।
পাকা আম
আমি রসালো ও মিষ্টি ফল যা পোষ্য দের খেতে খুবই ভালো লাগবে। আমে ভিটামিন এ সি বি৬ এবং ভিটামিন ই থাকে। তাছাড়া আমি প্রচুর পরিমানে অ্যান্টি অক্সিডেন্ট থাকে।যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
তরমুজ
প্রচন্ড গরমে পোষ্যদের তরমুজ দিতে পারেন। তরমুজের প্রায় ৯০ শতাংশই জল। এটি কুকুর, বেড়াল, পাখি সব ধরনের পোষ্যের জন্যই আদর্শ গ্রীষ্মকালীন ফল। তরমুজে ভরপুর পটাশিয়াম, ভিটামিন এ, বি৬ এবং সি থাকে। এটি পোষ্যের শরীরকে হাইড্রেটেড এবং ঠান্ডা রাখতে সাহায্য করবে। তবে পোষ্যকে তরমুজ দেওয়ার সময় অবশ্যই বীজগুলো ফেলে দেবেন।
ডাবের জল
ডাবের জল অন্যতম সেরা রিফ্রেশিং ড্রিঙ্কস। গরমে শরীরকে হাইড্রেট করে ও ঠান্ডা রাখে। পোষ্যের ক্ষেত্রেও ডাবের জল সমান কার্যকরী। ডাবের জল প্রাণীদের ক্ষেত্রে সম্পূর্ণ নিরাপদ। ডাবের জলে প্রচুর পরিমাণ ইলেক্ট্রোলাইট, ক্যালসিয়াম, পটাসিয়াম এবং ভিটামিন সি থাকে, যার ফলে গরমে পোষ্যদের শরীর হাইড্রেটেড থাকে ডাবের জল খেলে।
Discussion about this post