আবার নতুন করে বিপাকের আশঙ্কা! কপালে চিন্তার ভাঁজ পড়তে চলেছে কোটি কোটি মোবাইল ইউজারদের। আগামী নভেম্বর মাস থেকেই ব্যাঙ্ক ওটিপি বা ডেলিভারি ওটিপি মেসেজ নাও মিলতে পারে। ওটিপি ছাড়া পেমেন্ট বা অনলাইনে ডেলিভারি নেওয়া যাবে না। ফলে নতুন করে বিপদে পড়তে চলেছেন অনেকেই।
সূত্র অনুযায়ী, ওটিপি-সহ সমস্ত বাণিজ্যিক মেসেজের ক্ষেত্রে ‘ট্রেসেবিলিটি’ নির্দেশিকা বাধ্যতামূলক ভাবে কার্যকর করা হবে এবং তার জন্য আরও একমাস সময় বাড়াল ট্রাই। ১ নভেম্বরের বদলে ১ ডিসেম্বর থেকে এই নির্দেশিকা কার্যকর হবে বলে মঙ্গলবার জানানো হয়েছে ভারতের টেলিকম নিয়ামক সংস্থার তরফে।
একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া যদি স্প্যাম পলিসি সংশোধন না করে তাহলে ৩০ নভেম্বরের পর থেকে থার্ড পার্টি মেসেজ অনুমোদনে সমস্যায় পড়তে হবে মোবাইল অপারেটরদের।
ইকোনমিক টাইমস-এর একটি প্রতিবেদন অনুযায়ী, ট্রাই-এর নতুন স্প্যাম পলিসিতে ওটিপি এবং গুরুত্বপূর্ণ মেসেজ প্রদানকারী সংস্থাগুলিকে টেলিকম কোম্পানিগুলিতে রেজিস্ট্রেশন করাতে হবে বাধ্যতামূলক ভাবে। পাশাপাশি এপিকে ফাইলের এবং ইউআরএল সঙ্গে যে কোনও এসএমএস ব্লক করা হবে।
এমন মেসেজ প্রায়শই আসে ইউজারদের ফোনে। অনেক ইউজার সেই ফাঁদে পা দিয়ে লিঙ্কে ক্লিক করে ফেলেন। আর তারপর ঘটে বিপত্তি। নিমিষের মধ্যেই সর্বস্বান্ত হয়ে যান ইউজাররা।টাকাপয়সা থেকে শুরু করে ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যায়।
জানা যাচ্ছে, টেলিকম কোম্পানিগুলোকে এখন নতুন মেসেজ টেমপ্লেট নিয়ে আসতে হবে যা হতে হবে পাঠযোগ্য। সমস্ত এসএমএস-ই কড়া স্ক্রুটিনির মধ্যে দিয়ে যাবে। তাতে পাশ করলে তবেই পৌঁছবে ইউজারের ফোনে।
এই পরিস্থিতি নতুন নিয়মের সঙ্গে মানিয়ে নিতে টেলিকম কোম্পানি এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠান ট্রাই-এর কাছে সময়সীমা বৃদ্ধির আবেদন জানিয়েছিল। তা মেনেও নিয়েছিল ট্রাই। কিন্তু সাম্প্রতিক কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, অনেক টেলিকম কোম্পানিই এখনও পর্যন্ত নতুন নিয়মগুলোর সঙ্গে পুরোপুরি সড়গড় হতে পারেনি। ফলে সব মিলিয়ে হোয়াইটলিস্টিং একটি গোলমেলে বিষয়ে হয়ে দাঁড়িয়েছে।
সর্বশেষে বলা যায়, ট্রাই যদি ৩০ নভেম্বরের পর এই পলিসি কার্যকর করে তবে ১লা ডিসেম্বর থেকে মোবাইল ইউজারদের কাছে ওটিপি আসা মুশকিল হয়ে দাঁড়াবে। এখন তাই ট্রাই-এর কাছে নভেম্বরের বদলে ২০২৫ সালের শুরুর দিকে পলিসি কার্যকর করার আবেদন জানানো হয়েছে।
Discussion about this post