দাম্পত্য কলহের অন্যতম কারণ হল বিছানা।প্রতিদিন রাতে ঝগড়া।বিছানায় নেই সুখ তাহলে কি উপায়!এর এক সমাধান ও খুঁজে বের করা গেছে।কিন্তু বিছানায় কি নিয়ে কলহ!একসাথে শুলেই তুমুল ঝগড়া হচ্ছে।এক বিছানায় শুয়ে ঠিকঠাক ঘুমানোই যাচ্ছে না।তাই নিত্য ঝগড়া হচ্ছে।তাই পাশ ফিরে ঘুমোচ্ছেন দম্পতিরা।প্রতিরাতে ঝগড়া হলে ঘুমের বারোটা বাজছে।এর সমাধানে দম্পতিরা একটি দুর্দান্ত পন্থা খুঁজে বের করেছেন।আর তা হল ‘স্লিপ ডিভোর্স’।ডিভোর্স শুনে ভয় পাওয়ার কিছু নেই।কারণ স্লিপ ডিভোর্স মানে সঙ্গীকে পুরোপুরি ডিভোর্স দিয়ে দেওয়া নয়।তাহলে ‘স্লিপ ডিভোর্স’ টা কী?
অনেক দম্পতির মধ্যেই একসঙ্গে ঘুমোনোর সমস্যা রয়েছে।একই ছাদের নিচে সংসার করলেও বনিবনা হয়না।
কখনো সঙ্গীর নাক ডাকার শব্দে ঘুম আসেনা,আবার কখনো সঙ্গীর গায় পা তুলে দেওয়ার অভ্যেস থাকতে পারে।এই নিয়ে রোজ রাতে ঝগড়া।তাই একসঙ্গে থাকলেও এক ঘরে ঠাঁই হয়না দুজনের।দুজন আলাদা আলাদা ঘর বেছে নেয় ঘুমোনোর জন্য।আর একেই বলা হয়
‘স্লিপ ডিভোর্স’।
এই ডিভোর্স কিন্তু সারাজীবনের জন্য নয়।কখনো হতে পারে এক দিনের জন্য।কখনো এক মাসের জন্যও স্লিপ ডিভোর্স হতে পারে।পুরোপুরি ডিভোর্স না দিয়ে দাম্পত্য কলহ এড়াতে ‘স্লিপ ডিভোর্স ‘এর পন্থা অবলম্বন।
Discussion about this post