গরমের তীব্রতা ক্রমাগত বাড়ছে। আবহাওয়া দফতর সূত্রে যদিও , বৃষ্টির সম্ভাবনার কথা থাকলেও , কলকাতা সহ দক্ষিণ বঙ্গের বৃষ্টির পাত্তা নেই। আর এই প্রচন্ড গরমে আমরা ফ্রিজে রাখা ঠান্ডা জিনিসের প্রতি আকৃষ্ট হয় বেশি। মন চায় সব সময় ফ্রিজে রাখা ঠান্ডা জল, মিষ্টি , ফল , ঠান্ডা পানীয়, ঠান্ডা খাবার এই সব খাই। এর ফলে প্রায় ২৪ ঘণ্টাই আমাদের ফ্রিজ ক্রমাগত চলে। এসির মতন ফ্রিজেও কিন্তু প্রচুর কারেন্ট পোড়ে। কিন্তু কিছু করার ও থাকেনা আমাদের। কারণ তীব্র গরমে ফ্রিজ বন্ধ করে রাখলেও অসুবিধা। তাই মাসের শেষে মেটাতে হয় সীমাহীন কারেন্টের বিল। কি করলে, এই গরমে ফ্রিজও চালানো যাবে সর্বক্ষণ , আবার কারেন্টের বিল ও আসবে আপনার রেস্ত অনুযায়ী।
আসুন জেনে নেওয়া যাক সেই উপায়গুলি
১.ফ্রিজ পরিষ্কার করার সময় সব সময় ফ্রিজ বা বন্ধ রাখুন। ফ্রিজ অন রেখেও কখনোই সেটি পরিষ্কার করবেন না। এতে কারেন্ট পরে বেশি।
২. ফ্রিজে গরম খাবার সঙ্গে সঙ্গে ঢুকিয়ে রাখা থেকে বিরত থাকুন , কারণ গরম খাবার রাখলে তাতে ফ্রিজের কারেন্ট পোড়ার পরিমান বেড়ে অজয় , এবং ফিজ খারাপ হওয়ার পরিমান ও এবারে। তাই সদ্য গরম খাবার কিছুক্ষন বাইরে রেখে তারপরই ফ্রিজে ঢোকান , তাতে খাবার ও ভালো থাকবে অন্যদিকে বেশি কারেন্ট পোড়ার ভয় ও থাকব যেন।
৩. অনেকের ধারণা, ফ্রিজের মধ্যে বেশি বেশি খাবার রাখলে কারেন্ট পরে বেশি , কিন্তু এটা সাধারণত ভুল ধারণা। বরং কম খাবার রাখলে যে কারেন্ট পোড়ে বেশি খাবর রাখলেও সেই একই কারেন্ট পরে। তাই ফ্রিজে যত সম্ভব বেশি বা বেশি করে খাবার রাখুন।
৪. ওয়েদার অনুযায়ী ফ্রিজের টেম্পারেচার কম বেশি রাখুন। শীত কালে আবহাওয়া অনেক টাই থান্ডা থাকে তখন ফ্রিজের টেম্পারেচার কমিয়ে রাখুন। সে তুলনায় শীত কালে আবহাওয়া অনেক গরম থাকে, সেহেতু তখন টেম্পারেচার বাড়িয়ে রাখতেই পারেন। এইভাবে ফ্রিজ ব্যবহার করলে কারেন্ট পোড়ার সম্ভাবনা অনেক কম থাকে।
২০১৯ সাল থেকে ২০২৪, গত পাঁচ বছরে একাধিক বার বউবাজার নিয়ে সমস্যায় পড়তে হয়েছে মেট্রো কর্তৃপক্ষকে। আর দীর্ঘ দিন ধরেই...
Read more
Discussion about this post