শেষ দফায় ভোট রয়েছে বঙ্গে অন্যতম নজরকাড়া কেন্দ্র ডায়মণ্ড হারবারে। প্রচারের মাঠে কেউ কাউকে একইঞ্চি জমি ছাড়তে নারাজ। তবে, অভিষেক গড়ে সিপিআইএম-এর সভায় বাধা দেওয়ার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে।
ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মহেশতলায় কংগ্রেস সমর্থিত সিপিআইএমের প্রার্থী প্রতীক উর রহমানের সমর্থনে পথসভায় বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সিপিআইএম নেতা প্রভাত চৌধুরীর অভিযোগ, প্রশাসনের থেকে এই পথসভার অনুমতি নেওয়া থাকলেও বাধা দেয় শাসকদলের লোকজন। মহেশতলার ২৮ ও ৩২ নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে নুঙ্গি অটো স্ট্যান্ডের মাঠে সেই পথসভা করার কথা ছিল। সিপিআইএম কর্মীদের অভিযোগ, পথসভার মঞ্চ তৈরি হয়ে গেলেও বাধা দেওয়ার কারণে সভা করা হয় পুরানো মঞ্চের ঢিল ছোড়া দূরত্বে রাস্তার উপরে। সিপিআইএমের পক্ষ থেকে নির্বাচন কমিশন এবং মহেশতলা থানায় গোটা বিষয়টি জানানো হয়েছে। যদিও এই ঘটনায় তৃণমূল পরিচালিত অটো ইউনিয়নের সেক্রেটারি মনোজ দাসের দাবি, সিপিআইএমের কাছে পথসভা করার প্রশাসনিক অনুমতি থাকলেও অটো ইউনিয়নের থেকে কোনরকম অনুমতি নেওয়া হয়নি। এবং মাঠে সভা করলে অটোগুলি কোথায় রাখা হবে ? সেই কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানান।
লোকসভা নির্বাচন চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বলতে শোনা গিয়েছে, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে তাঁর দল তৃণমূল গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। লোকসভা...
Read more
Discussion about this post