২০২৪ লোকসভা ভোটের ফল আগাম জানিয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার উত্তর ২৪ পরগণার বনগাঁয় প্রচারে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি আগাম জানিয়ে দিলেন লোকসভা ভোটের ফলাফল। তাঁর দাবি, ৪০০ দূরের কথা, বিজেপি এবার ২০০ আসনও পাবে না। উল্টে ইন্ডিয়া জোট নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করলেন তৃণমূল নেত্রী। বললেন, ইন্ডিয়া জোট পেতে পারে ৩০০ থেকে ৩১৫ আসন। আর বিজেপি আটকে যাবে ১৯৫ আসনের মধ্যে।
ভারতে লোকসভায় মোট ৫৪৩ আসনের মধ্যে এবার বিজেপি একাই ৪০০ পার করার স্লোগান তুলেছে। সোমবার বনগাঁয় প্রচারে গিয়ে এর বিরুদ্ধেই কটাক্ষ ছুঁড়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আজকে কি ভোট হচ্ছে আমি জানি না। তবে এ পর্যন্ত (বিগত তিনটি দফা) যা ভোট হয়েছে তাতে আমি বলে দিতে পারি বিজেপি বড়জোর ১৯৫ আসন পাবে। আর ইন্ডিয়া জোট গোটা দেশে পাবে ৩০০-৩১৫ আসন। তিনি বলেন, আমার কাছে এ ব্যাপারে হিসেব আছে, বিজেপি ৪০০ তো দূরের কথা, ২০০-ও পার করতে পারবে না।
এদিন সিএএ নিয়েও হুঙ্কার দিয়েছেন তৃণমূল নেত্রী। মতুয়াদের গড় বনগাঁ থেকেই তিনি বলেন, “সিএএ করতে দেব না। আপনাদের সংরক্ষণ কেউ আটকাতে পারবে না। কিছু করতে হলে আমার লাশের উপর দিয়ে যেতে হবে মোদিকে”। পাশাপাশি তিনি বলেন, “মতুয়াদের প্রতি যদি মোদির এতই ভালোবাসা, তবে তাঁদের নিঃশ্রত অধিকার দিচ্ছে না কেন?” এরপরই তিনি বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরকে কটাক্ষ করে বলেন,
“আপনারা বরং এখানকার বিজেপি প্রার্থীকেই ফর্ম ফিলাপ করতে বলুন। দেখবেন করবে না। কারণ তিনি বিজেশি হয়ে যাবেন। কেউই করেনি, আসলে এটা চক্রান্ত”। এদিন সন্দেশখালি নিয়েও মুখ খোলেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, সন্দেশথালির মা বোনেদের অসম্মান করতে টাকা খরচ করছে বিজেপি। এদিন মুখ্যমন্ত্রী ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনেও পলতায় জনসভা করেন।
লোকসভা নির্বাচন চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বলতে শোনা গিয়েছে, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে তাঁর দল তৃণমূল গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। লোকসভা...
Read more
Discussion about this post