চতুর্থ পর্যায় চূড়ান্ত ভোটের হার প্রকাশ করা হয়েছে। মোট ভোটার হার ৮০.২২%। সপ্তম দফার মনোনয়নপত্র জমা দেওয়ার আজকে শেষ দিন। তাতে দমদম ১২, বারাসাত ১৩, বসিরহাট ১১, জয়নগর ৯, মথুরাপুর ৯, ডায়মন্ড হারবার ৯, যাদবপুর ১৬ টি মনোয়নপত্র জমা পড়েছে। কলকাতা দক্ষিণ ১৪ টি, কলকাতা উত্তরে ১২ টি মোট মনোনয়নপত্র জমা পড়েছে। ১০৫ প্রার্থী এখন পর্যন্ত মনোয়নপত্র জমা দিয়েছেন। পঞ্চম দফার জন্য হোম ভোটিং প্রক্রিয়া শুরু হয়েছে। সি ভিজিল অভিযোগ জমা পড়েছে ৩০৯৮৮ টি। ১০ লক্ষ বেশি সুবিধা পোর্টালে অনুমতি জন্য আবেদন জমা পড়েছে। ষষ্ঠ দফা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে ৬১৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত ৪৫০২৯ লাইসেন্স আর্মস জমা পড়েছে। নাকা চেকিং, ফ্লাইং স্কোয়াড এবং স্ট্যাটিটিক্স সার্ভিলেন্স কাজ করছে। এছাড়া মদ মাদক নগদ সহ বিভিন্ন দ্রব্য সামগ্রী মোট ৩৪৯ কোটি ৪২ লক্ষ পরিমাণের উদ্ধার হয়েছে। অন্যদিকে, যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ নিজের হলফনামায় ভুল তথ্য দিয়েছে। এ প্রসঙ্গে, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী জানান, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী হলফনামা প্রার্থী দের করতে হয়ে। যদি কেউ মনে করে যে যদি তিনি মনে করেন যে তিনি সংশোধন করতে পারেন। আর যদি কেউ অভিযোগ থাকলে তখন তারা মীমাংসা কোর্টে হয়। কমিশনের তার মধ্যে কোনো ভূমিকা থাকে না ।
লোকসভা নির্বাচন চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বলতে শোনা গিয়েছে, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে তাঁর দল তৃণমূল গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। লোকসভা...
Read more
Discussion about this post