তাপস রায়ের সমর্থনে উদ্বোধন হলো নির্বাচনী থিম সং। বৃহস্পতিবার প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে নিজের নির্বাচনে থিম সং রিলিজ করলেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়। সাংবাদিক বৈঠকে তার সঙ্গে ছিলেন উত্তর কলকাতার বিজেপি সভাপতি তমগ্ন ঘোষ। উত্তর কলকাতায় প্রচারে থাকবে এই গান। নির্বাচনী প্রচারে এটি একটি অভিনব প্রয়াস। এদিন তাপস রায় জানান, গত তেরো বছর ধরে ভোট পরবর্তী হিংসা চলছে রাজ্যে। এরাজ্যে ভোট হিংসা যাতে বাংলায় না হয় সেই আবেদন করেন তাপস।
তার মতে, কেউ যেন ভোট দিতে ভয় না পায় সেটা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের। এই 920 কোম্পানি বাহিনীর দরকার ছিল না। তবে গনতন্ত্র যাতে রক্ষা পয় সেজন্য এই ব্যবস্থা নির্বাচন কমিশনের। তবে নির্বাচন পরবর্তী হিংসা কি তাপস রায়ের উপর বর্তায় না? কারণ এক সময় দলের অন্যতম বিধায়ক ছিলেন। এই প্রশ্নের উত্তরে তাপস জানান, যদি দায় পরে থাকে পাপের প্রায়শ্চিত্ত করছি তাহলে। আমি কখনও এই হিংসার সমর্থনে ছিলাম না। প্রতিবাদ করেছি প্রকাশ্য সমাবেশে আলোচনা করেছি। যদি পরোক্ষভাবে দায় থেকে থাকে সেই পাপের প্রায়শ্চিত্ত করছি।
Discussion about this post