বুধবার বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের সমর্থনে প্রচার সেরে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন খুব স্বাভাবিকভাবেই তার বক্তব্যের ছত্রে ছত্রে উঠে এল অধীর প্রসঙ্গ৷ এদিনের সভায় বক্তৃতার সময় অধীরকে ‘বিজেপির ডামি ক্যানডিডেট’বলে তোপ দেগেছেন অভিষেক৷ অভিষেক বলেন, ‘‘অধীর চৌধুরী আপনাদের ভরসাকে কীভাবে শেষ করেছেন তিলতিল করে। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধি, প্রিয়ঙ্কা গান্ধিকে পাশে বসিয়ে বলছে বিজেপিকে সরাতে হবে, সেদিন অধীর চৌধুরী বলছেন মহম্মদ সেলিমকে পাশে বসিয়ে, যে তৃণমূলকে হঠাও। উনি তো কোনওদিন বিজেপির কোনও নেতাকে বলেন না এখানে এসে দাঁড়ান। অধীর চৌধুরী হচ্ছে বিজেপি-র ডামি ক্যান্ডিডেট। অধীর চৌধুরী নিজেও ভোট দিতে যাবেন উনি নিজেও বিজেপিকে ভোট দেবেন। তৃণমূলকে দেবেন না, কংগ্রেসকে দেবেন না। আমি আরও একটা ভবিষ্যৎ বাণী করে গেলাম, অধীর চৌধুরী এখানে ৩ নম্বর হবেন। এখানে লড়াই তৃণমূলের সঙ্গে বিজেপির। অধীর চৌধুরীকে একবারও নোটিস পাঠিয়ে ইডি, সিবিআই ডাকেনি। তাহলে সেটিং-টা কার? যেখানে রাহুল গান্ধি, সনিয়া গান্ধিকে ঘণ্টার পর ঘণ্টা ডেকে বসিয়ে রেখেছিল। এখানে একমাত্র ইন্ডিয়ার জোট হয়নি তার কারণ অধীর চৌধুরী।’’
লোকসভা নির্বাচন চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বলতে শোনা গিয়েছে, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে তাঁর দল তৃণমূল গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। লোকসভা...
Read more
Discussion about this post