রাজ্যপালকে কড়া আক্রমণ সায়নী ও লাভলী মৈত্রর।চাঁদিফাটা রোদ। রেকর্ড গরম নাভিশ্বাস তুলে দিচ্ছে মানুষের। তাতে কী ? ১জুন যে যাদবপুর কেন্দ্রে ভোট, সেখানকার প্রার্থী কি আর নিশ্চিন্তে থাকতে পারেন? প্রচার তো চালাতেই হবে। সেই মতো শুক্রবার রাজপুর সোনারপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচার করেন যাদবপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ। হুডখোলা জিপে চেপে ঘুরলেন এপাড়া থেকে ওপাড়া। তাঁর সঙ্গে এদিন ছিলেন এলাকার বিধায়ক তথা অভিনেত্রী লাভলী মৈত্র।
মাঝে একবার গাড়ি থেকে নেমে কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। প্রচার শেষে রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রসঙ্গে সায়নী বলেন, আইনের ঊর্ধ্বে কেউই নন। গুরুতর এই অভিযোগের তদন্তে রাজ্যপালের সহযোগিতা করা উচিত বলে তিনি জানান। রাজপুর সোনারপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে শুক্রবার সকালে নির্বাচনী প্রচার করেন যাদবপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ। প্রচার শেষে বৈকুন্ঠপুর মোড়ে তিনি বলেন এই ঘটনা অত্যন্ত ভয়াবহ। এর আগে কোনোদিন এই ঘটনা ঘটেনি। মন্ত্রী ও কলকাতা পুলিশের রাজভবনে ঢোকা নিয়ে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তা কিছু লোকানোর জন্যই বলে তার অভিযোগ। এই ঘটনা নিয়ে বিধায়ক লাভলী মৈত্র রাজ্যপালকে কটাক্ষ করে বলেন, ইতিহাসে এই প্রথম ঘটনা। অত্যন্ত লজ্জার, নিন্দনীয়। এই ঘটনার তদন্তে রাজ্যপালের উচিত সহযোগিতা করা।
Discussion about this post