ভোটপ্রচারের পারদ ক্রমেই বাড়ছে। আজ একসঙ্গে বঙ্গে তিন তিনটি হেভিওয়েট সভা ছিল। একদিকে তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়, ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার সপ্তাহের প্রথম দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই জোড়া সভার কর্মসূচি ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রথম জনসভা করেছেন বোলপুর লোকসভা কেন্দ্রে। দ্বিতীয় সভাটি করছেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে।সোমবার মঙ্গলকোটের সভা থেকে ফের একবার ‘বহিরাগত বিসর্জনে’র ডাক দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিন সভামঞ্চ থেকে অভিষেকের আক্রমণ, “এদের বিসর্জন সুনিশ্চিত করতে হবে। সাতদফায় ভোট। প্রথম দফায় কোচবিহার, আলিপুরদুয়ার ওদের মাথা ভেঙেছে। রায়গঞ্জ আর বালুরঘাট ঘাড়টা ভেঙেছে। তৃতীয় দফায় মালদহের দুটি আর মুর্শিদাবাদের দুটি আসনে ভোট। সেখানকার মায়েরা, ভাইয়েরা এদের মেরুদন্ড ভাঙবে। আপনাদের ভোট চতুর্থ দফায়। আপনারা কোমরটা ভাঙবেন। পঞ্চম দফায় হাওড়া, হুগলি-তে ভোট। হাঁটু ভাঙা হবে। সপ্তম দফায় আমি আছি। ডায়মন্ড হারবার। এদের ঔদ্ধত্য, অহংকার আর দম্ভটা চূর্ণ বিচূর্ণ করে বলো হরি, হরি বোল। বলো হরি, হরি বোল বহিরাগতদের।”
লোকসভা নির্বাচন চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বলতে শোনা গিয়েছে, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে তাঁর দল তৃণমূল গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। লোকসভা...
Read more
Discussion about this post